আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

আলীকদমে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তা পাশে গাছে ধাক্কা যাত্রীবোঝাই বাসের

প্রশান্ত দে, আলীকদম | প্রকাশের সময় : বুধবার ৩০ মার্চ ২০২২ ০৩:১৯:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানে আলীকদম উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের গাছের সাথে ধাক্কা লেগে চালক গুরুতর আহত ও বাসে থাকা আনুমানিক ৩০ যাত্রী বড় ধরনের দুর্ঘনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে। বুধবার(৩০ মার্চ) আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের রেপার পাড়া বাজার এলাকায় সাড়ে নয়টার দিকে বাসটি দূর্ঘটনার কবলে পড়ে। গাড়িটি আলীকদম থেকে চকরিয়া যাচ্ছিল। ওই গাড়ির হেলপার জানায় গাড়ি ব্রেক ফেইল হয়ে ড্রাইবার নিয়ন্ত্রণ হারায়। উপায়ন্তর না পেয়ে সড়কের গাছের সাথে মেরে দেয়। এতে ড্রাইবার পায়ে গুরুতর আঘাত পেলেও যাত্রীরা তেমন গুরুতর আহত হয়নি। পরে আহত চালককে চকরিয়া সরকারি হাসপতালে নেওয়া হয়। প্রত্যাক্ষদর্শি সিরাজুল ইসলাম জানান, গাড়িটির গতি মোটামুটি ছিল। কিন্তু কি কারণে হঠাৎ গাছের সাথে সজোরে ধাক্কা দিল জানিনা, দৌড়ে গিয়ে দেখি গাড়ি মারাত্মকভাবে গাছে সাথে ধাক্কা দিয়েছে। এতে চালক আহত হয় এছাড়াও কয়েকজন হাতে ও মাথায় আঘাত পেতে দেখি । এদিকে গত (২৮ মার্চ) আলীকদম-লামা-ফাসিয়াখালি সড়কে দূর্ঘটনায় ১ মটরবাইক আরোহীকে জীপগাড়ি চাপা দিলে ঘটনা স্থলে ছোটন শীল নামে এক যুবক মারা যান। মৃত ব্যাক্তি আলীকদম উপজেলার ছাবের মিয়াপাড়া এলাকার। দুই একদিনের ব্যাবধানে আজকে বাস দুর্ঘটনায় এলাকার সচেতন মহলে এই রোড়ে চলাচল করা গাড়ির ফিটনেস নিয়ে প্রশ্ন ওঠেছে।