পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা বলেছেন, খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি করে খেলাধুলায় উৎসাহিত করতে হবে। ৩০ ডিসেম্বর শুক্রবার দুপুরে বান্দরবান জিমনেসিয়াম হলরুমে বান্দরবান ব্যাডমিন্টন এসোসিয়েশন (বিবিএ) এর আয়োজন এক অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে তিনি এসব মন্তব্য করেন। তিনি বলেন, বিগত সময়েও বান্দরবান জেলা থেকে অনেক খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বান্দরবান জেলার প্রতিনিধিত্ব করে দেশের ও বান্দরবানের সুনাম বয়ে এনেছে। জেলা ক্রীড়া সংস্থার সকল কর্মকাণ্ডে জেলা পরিষদের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। এর আগে মহান বিজয় দিবসে শহীদদের স্বরনে ১ মিনিট নিরবতা পালন করা হয়। খেলায় উন্মুক্ত এবং বিবিএ এই তিনটি বিভাগে মোট ১৬৫ প্রতিযোগিতা অংশগ্রহণ করবে। শীতের সন্ধ্যায় পাড়া কিংবা মহল্লায়, শহর কিংবা গ্রামে ব্যাডমিন্টন খেলার এ চিত্র খুব পরিচিত। শীত এলেই বাড়ির আঙিনা বা অন্য কোথাও জমে ওঠে এই মৌসুমি খেলা। তরুণে কাছে সমান জনপ্রিয় এ ব্যাডমিন্টন খেলা। বিকাল নামার পরপরই হাতে কর্ক আর ব্যাট নিয়ে মাঠে হাজির অফিস ফেরত কর্মজীবী মানুষ আর স্কুল ও কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা। তাঁদের হইহুল্লোড়ে মুখর থাকে মাঠ প্রাঙ্গন। বান্দরবান ব্যাডমিন্টন এসোসিয়েশনে সভাপতি পুলু প্রু সভাপতিত্বে পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, ব্যাডমিন্টন এসোসিয়েশন এর সহ-সভাপতি অঞ্জন দাশ,সাধারণ সম্পাদক প্রশান্ত বড়ুয়া সহ খেলোয়াড় ও ক্রীড়ামোদি ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।