আজ রবিবার ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১৩ই আশ্বিন ১৪৩১

হিসাবটা টাকার নয়, হিসাবটা সম্মানের' এই শ্লোগানে ১০ম গ্রেড প্রদানের দাবীতে লামায় শিক্ষকদের মানববন্ধন

বেলাল আহমদ, লামা (বান্দরবান) : | প্রকাশের সময় : শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:২০:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

সারা দেশের ন্যায় বান্দরবানের লামা উপজেলায় ও 'হিসাবটা টাকার নয়, হিসাবটা সম্মানের' -এই শ্লোগানে ১২তম গ্রেড প্রস্তাবনা প্রত্যাখ্যান করে ১০তম গ্রেড প্রদানের ১ দফা বাস্তবায়নের দাবী

তুলে মানববন্ধন করেছেন  উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা। শনিবার (২৮সেপ্টেবর)দুপুরে উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৮৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ৪১১জন শিক্ষক-শিক্ষিকা অংশ গ্রহণ করেন। 'প্রাথমিক

শিক্ষক রাষ্ট্রের প্রাণ, দিতে হবে সম্মান', 'আমাদের অধিকার,আমাদের সচেতনতা'সহ বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লেকার্ড নিয়ে এক

দফা, এক দাবি ১০ম গ্রেড দিতে হবে জানিয়ে মানববন্ধনে অংশ নেন এসব শিক্ষকরা। ১০ম গ্রেড শিক্ষকদের ন্যায্য অধিকার সম্মতি

প্রদান করে মানববন্ধনে বক্তব্য রাখেন-আলীকদম সরকারি উচ্চ

বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ইয়াহিয়া,লামামুখ

সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা প্রিয়দর্শী বড়ুয়া, সহকারী শিক্ষক হাফেজ নাছির উদ্দিন, এসএম মিজবা উল

করিম মুকুল, আকরাম হোসেন জুয়েল, আজগর হোসাইন,কোহিনুর আক্তার, মিমি চাইন ও ফয়সাল নেওয়াজ প্রমুখ। এছাড়া

মোবাইল ফোনের মাধ্যমে ভার্চুয়ালি বক্তব্য দেন- সরকারী প্রাথমিক

বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন কমিটির কেন্দ্রীয় সমন্বয়ক মাহাবুবুর রহমান।

সহকারী শিক্ষক রুপনম দেওয়ানজীর উপস্থাপনায় অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষকরা বলেন ১০ম গ্রেড বাস্তবায়ন দাবী নয়, আমাদের অধিকার। এ

অধিকার বাস্তবায়নের জন্য শনিবার মানববন্ধনের পর রবিবার উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্ঠা বরাবরে স্মারক লিপি প্রদান করা

হবে।

এ বিষয়ে লামা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্ববাস বলেন, উপজেলার সব ক'টি সরকারী প্রাথমিক

বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের ন্যায্য দাবী ১০ম গ্রেড বাস্তবায়নের দাবী তুলে মানববন্ধন করেছেন।