আজ বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ই পৌষ ১৪৩১

সাংবাদিক পুত্র আনাস বিন আজাদ জিপিএ ৫ পেয়েছে

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বুধবার ২৫ ডিসেম্বর ২০২৪ ০৮:৪৬:০০ অপরাহ্ন | কক্সবাজার প্রতিদিন

সদ্য ঘোষিত নুরানী বোর্ডের ৩য় শ্রেণীর কেন্দ্রীয় সনদ পরীক্ষার ফলাফলে মোঃ আনাস বিন আজাদ জিপিএ ৫ পেয়েছে। সে ইসলামাবাদের মারকাজে আমেনা নুরানী তালিমুল কোরান মাদ্রাসা থেকে এ সনদ পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। ৯০০ নাম্বারের পরীক্ষায় ৮৮২ নাম্বার পেয়ে ( টপ টুয়ান্টিতে স্থান করে নিয়েছেন ) কেন্দ্রীয় বৃত্তি লাভ করেছে।  এ ফলাফলে তার পিতা সাংবাদিক মোঃ মিজানুর রহমান আজাদ ও মা নাসরিন সোলতানা আজাদী মহান রবের দরবারে শোকরিয়া আদায় করেছেন এবং তার সকল শিক্ষকের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। ভবিষ্যতে যাতে সে  হাফেজে কোরআন  হয়ে বড় মাপের আলেম হতে পারে সে  জন্য সকলের নিকট দোয়া কামনা করেছেন মাডা-পিতা।

 উল্লেখ্য, তাদের বড় সন্তান মোঃ জায়েদ বিন আজাদও ২০১৮ সালে একই প্রতিষ্টান থেকে কেন্দ্রীয় সনদ পরীক্ষায় অংশগ্রহণ করে জিপিএ ৫ পাওয়ার কৃতিত্ব অর্জন করেছিল।