সোমবার ১০ জানুয়ারি বান্দরবানের লামা উপজেলার লামা টাউন হলে ষষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় বিভাগেই প্রথম হয় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থীরা। এছাড়াও ৯ জানুয়ারি উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজ্ঞান প্রোজেক্টে ড্রোন (কোয়াডকপ্টার) তৈরি করে প্রথম হয়েছে কোয়ান্টাম কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।
বান্দরবান পার্বত্য জেলার উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা ২০২১-এ উপজেলার অন্যান্য স্কুলের সাথে অংশ নেয় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ। দেশজুড়ে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিজ্ঞান চর্চায় সম্পৃক্ত রাখার অপরিহার্যতা বিবেচনা করে প্রতিবছরের ন্যায় এবছরেরও বিজ্ঞান অলিম্পিয়াড আয়োজন করা হয়েছে।