লোহাগাড়ায় ১৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য নুরুল কবির।
বুধবার (১৫ জানুয়ারি) ভোরে লোহাগাড়া সদর ইউনিয়নের দক্ষিণ শুখছড়ি দরবার শরীফ সংলগ্ন এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।
ক্ষতিগ্রস্থ দোকান গুলোর মধ্যে মুদি দোকান, ফার্ণিচার দোকান, তৈলের দোকান, সেলুন, লন্ড্রি, বিকাশের দোকান ও পানের দেকান।
এতে প্রায় ৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করছেন ক্ষতিগ্রস্থরা। তবে প্রশাসন ধারনা করছেন ১০/২০ কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ৫টার দিকে কালো ধোঁয়া দেখা যায়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। ঘটনার খবর পেয়ে আগুন নিভে গেলে প্রায় ১/২ ঘন্টা পর লোহাগাড়া ফায়ার সার্ভিস ইউনিটের একদল দমকল বাহিনী ঘটনা স্থলে আসেন। আগুনের সুত্রপাত কোথায় থেকে নিশ্চিত না হলেও কোন একটি দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে প্রাথমিক ভাবে ধারনা করছেন।
তবে লোহাগাড়া ফায়ার সার্ভিস ইনচার্জ রুবেল আলম এ অভিযোগ অস্বীকার করে জানান, ৯৯৯ থেকে ফোন পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছিলেন। কিন্তু স্থানীয় কিছু লোক তাদের উপর চড়াও হওয়ায় আগুন নেভানোর কাজে ব্যাঘাত ঘটে।
লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইনামুল হাছান ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তার আশ্বাস দিয়েছেন।