আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

লামায় শান্তিপুর্ন ভাবে ভোট গ্রহণ চলছে

বেলাল আহমদ,লামা (বান্দরবান )প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ৭ জানুয়ারী ২০২৪ ১২:০৮:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

৩০০ নং বান্দরবানে দ্বাদশ জাতীয় সংসদ  নির্বাচ‌নের শা‌ন্তিপূর্ণ ভোট গ্রহন চলছে।

(৭জানুয়ারী) র‌বিবার সকাল ৮টা থেকে লামা উপ‌জেলার ৪০ টি ভোট কে‌ন্দ্রে এক‌যো‌গে  ভোট গ্রহন শুরু হয়েছে।

 

সকাল থে‌কে ভোটাররা লাই‌নে দা‌ঁড়ি‌য়ে নিজ নিজ ভোট প্রদান করতে দেখা যায়। সকা‌ল ৯টার দিকে লামা উপ‌জেলার মধু‌ঝি‌রি সরকারী প্রাথ‌মিক বিদ্যাল‌য়ে জাতীয় পা‌র্টির প্রার্থী এটিএম শ‌হিদুল ইসলাম লাঙ্গল প্রতী‌কে নিজ ভোট  প্রদান ক‌রেন।

 

লামা উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা রিটার্নিং অফিসার শান্তনু কুমার দাশ ব‌লেন,বেশ ক‌য়েক‌টি ভোট কেন্দ্র প‌রিদর্শন ক‌রে‌ছি। এখা‌নে ভোটাররা খুব সুন্দর প‌রি‌বে‌শে ভোট প্রদান ক‌রছে। তি‌নি ব‌লেন, ৪০ টি ভোট কে‌ন্দ্রে সুন্দর ভা‌বে ভোটাররা ভোট প্রদান করছে। এছাড়া কোথাও কোন ধর‌নের অপ্রী‌তিকর ঘটনার খবর পাওয়া যায়‌নি।পথম দুই ঘন্টায় ১৫.৪২% ভোট কাস্ট হয়েছে।

 

এছাড়াও এখা‌নে সা‌র্বিক নিরাপত্তায় জেলা প্রশাস‌নের নির্বাহী ম‌্যা‌জি‌স্ট্রেট, পু‌লিশ, সেনাবা‌হিনী,ব‌্যাটা‌লিয়ন ও বি‌জি‌বি রয়েছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচ‌নে এখা‌নে নৌকা প্রতীকে বীর বাহাদুর ও লাঙ্গল প্রতী‌কে এটিএম শ‌হীদুল ইসলাম এ দুজন প্রার্থী প্রতিদ্ব‌ন্দ্বীতা কর‌ছে।