আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

লামায় মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত এক, আহত ২

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৭ জানুয়ারী ২০২২ ০৬:০৫:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের লামায় দুই মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মো. সেলিম (৩২) নামে এক যুবক মারা গেছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) বেলা সাড়ে ১১টায় উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড পশ্চিম বামহাতির ছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এসময় আরো ২ জন আহত হয়।

নিহত মোঃ সেলিম ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড পশ্চিম বামহাতির ছড়া এলাকার মোঃ আবুল হাসেম এর পুত্র। সে মালেশিয়া প্রবাসী ছিলেন। আহতরা হলেন, দক্ষিণ বাম হাতির ছড়া এলাকার জুলেহা বেগমের ছেলে মোঃ ফরিদ ও পূর্ব হাইদারনাশী মৃত মোঃ হোসাইন প্রকাশ মাহোচন মোঃ মাইনউদ্দিন।

প্রত্যেক্ষদর্শীরা জানান, এক স্বজনের বাড়িতে বেড়াতে গিয়েছিল মোঃ সেলিম। সেখান থেকে বাড়ি ফেরার পথে বিপরীত দিক থেকে আসা মোঃ ফরিদ এর মোটর সাইকেলের সাথে ধাক্কা লাগে। এসময় ঘটনাস্থলে মাথায় গুরুতর আঘাত পাওয়ায় প্রচুর রক্তখনন হয়ে মোঃ সেলিমের মৃত্যু হয়। অপরদিকে মোঃ ফরিদ ও মোঃ মাইনউদ্দিন আহত হয়েছে। আহত দুইজনকে পার্শ্ববর্তী মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে।

মোটর সাইকেল দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার আব্দুর রহিম বলেন, ঘটনার পরপরই আমরা ঘটনাস্থলে উপস্থিত হই। মোঃ ফরিদ বেপরোয়া গতিতে মোটর সাইকেল চালিয়ে মোঃ সেলিমের মোটর সাইকেলে ধাক্কা দেয়।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে।

উল্লেখ্য, নিহত সেলিমের পরিবারের সূত্রে জানা যায় বৃহস্পতিবার বাদে মাগরিব নামাজের পর পশ্চিম বামহাতির ছড়া দারুল কোরআন একাডেমি মাঠে নিহতের জানাযা নামাজ অনুষ্ঠিত হবে।