বান্দরবানের লামা পৌরসভার ভবন সংলগ্ন বীর বাহাদুর কানন উদ্বোধন করেছেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর (উশৈসিং) এম.পি শুক্রবার (১০ মার্চ) সকাল ১০টায় উদ্বোধন শেষে শত প্রকারের সহস্রাধিক বিভিন্ন প্রকার ফুল গাছে সজ্জিত বীর বাহাদুর কানন,বঙ্গবন্ধু কর্ণার,আলহাজ্ব ইসমাইল স্মৃতি মিলনায়তন,ভেনাস কর্ণার,পৌর গেষ্ট হাউস,অরণ্য বিলাস,তংথমাং রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট,মিনি শিশুপার্ক সহ কানন পরিদর্শন করেন তিনি। বেলা ১১টায় লামা পৌরসভার আয়োজনে মধুঝিরি গিরিশোভা মাঠে পৌর মেয়র জহিরুল ইসলামের সভাপতিত্বে বিশাল জন সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পার্বত্য মন্ত্রী। এসময় লামা পৌরসভার গুরুত্বূর্ণ সড়ক,কালবার্ড নির্মান সহ ১২টি উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন ও প্রাথমিক বৃত্তি পরিক্ষা - ২০২২ এবং এসএসসি-এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত মোট ৮০ জনকে সংবর্ধনা এবং ক্রেস্ট তুলে দেন পার্বত্য মন্ত্রী। পার্বত্য মন্ত্রী বলেন,দেশের অন্যান্য জেলার ন্যায় পর্যটন ক্ষেত্রে লামা পৌরসভায় "বীর বাহাদুর কানন" আতিথিয়তার ক্ষেত্রে নতুন বৈশিষ্ট্য যোগ হলো তংথমাং রিসোর্ট এন্ড রেস্টুরেন্ট'টি পর্যটকদের কাছে নতুন এক চমক সৃষ্টি করতে সক্ষম হবে।বীর বাহাদুর কাননে সজ্জিত ফুল বাগান ও শিশু পার্ক দেশী-বিদেশি পর্যটক ও আগত অতিথিদের আরও আকৃষ্ট করবে। লামা পৌরসভা মেয়র মো. জহিরুল ইসলামের সভপতিত্বে ও উপজেলা আওযামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কান্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা, বান্দরবান পুলিশ সুপার তারিকুল ইসলাম পিপিএম,অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা জামাল, বান্দরবান জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আবু মুসা ফারুকী, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য লক্ষী পদ দাশ, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,গণমাধ্যমকর্মী প্রমুখ বিশেষ অতিথি ছিলেন। পরে পৌরসভার উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা, বাজার ব্যবসায়ীদের মাঝে অগ্নি নির্বাপক যন্ত্র বিতরণ ও ‘লামার আলো’ কর্তৃক আয়োজিত সংবধর্ণায় গুনীজনদের হাতে সম্মাননা তুলে দেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।