আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

লামায় নারী উপ-সহকারী মেডিকেল অফিসারের আত্মহত্যা

বেলাল আহমদ,লামা : | প্রকাশের সময় : শনিবার ১১ মার্চ ২০২৩ ১০:৪২:০০ পূর্বাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 

বান্দরবানের লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী উপ-সহকারী মেডিকেল অফিসার গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে লামা উপজেলার গজালিয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রের উপ-সহকারী মেডিকেল অফিসারের দায়িত্বরত। শুক্রবার (১০ মার্চ) রাত সাড়ে ৭টায় নিহতের শশুর বাড়িতে এই ঘটনা ঘটে।

 

নিহত সাবরিনা তারান্নুম মেঘলা লামা পৌরসভার মধুঝিরি এলাকার মোঃ শওকত ও লামা হাসপাতালের সিনিয়র নার্স শাহিনা আক্তারের মেয়ে।

 

নিহতের পরিবারের সূত্রে জানা যায়, সাংসারিক বিষয় নিয়ে সাবরিনা তারান্নুম মেঘলা ও তার স্বামীর সাথে কিছু দিন যাবত মনমালিন্য চলে আসছিলো। শুক্রবার বিকেলে মেঘলাকে তার বাবা এই বিষয়ে শাসন করলে সে বাবার উপর অভিমান করে শশুর বাড়িতে চলে যায় এবং শুক্রবার রাত সাড়ে ৭টায় শশুর বাড়ির দ্বিতীয় তলায় শয়নকক্ষে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে  আনা হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী। তিনি সাংবাদিকদের জানান, হাসপাতালে পুলিশ পাঠিয়েছি লাশের সুরতহাল করা হয়েছে।লাশ বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।