আজ বৃহস্পতিবার ৯ জানুয়ারী ২০২৫, ২৫শে পৌষ ১৪৩১

লামায় দেশীয় অস্ত্র সহ এক নারী গ্রেফতার

বেলাল আহমদ, লামা (বান্দরবান) : | প্রকাশের সময় : সোমবার ৬ জানুয়ারী ২০২৫ ১১:০৩:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের লামায় চুরির মামলার মালামাল উদ্ধার করতে গিয়ে দেশীয় অস্ত্র সহ বেবী আকতার নামে এক নারীকে গ্রেফতার করেছে লামা থানা পুলিশ।

 

রবিবার (৫ জানুয়ারী ২০২৫) বিকেল সাড়ে ৫টায় লামার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ড কুমারমারঝিরি এলাকার নুরুল আমিনের বসত ঘর থেকে অস্ত্র ও চোরাই মালামাল উদ্ধার করে পুলিশ। সোমবার বেলা ১১টায় এবিষয়ে লামা থানায় সাংবাদিকদের সাথে প্রেস বিফিং করে থানা পুলিশ। গ্রেফতারকৃত বেবি আকতার (৩৫) কুমারমার ঝিরির নুরুল আমিনের স্ত্রী এবং আবুল হাশেম ও জহুরা বেগমের মেয়ে।উদ্ধারকৃত অস্ত্র এবং চোরাই মালামালের মধ্যে একটি একনলা বন্দুক,যার লম্বা অনুমান ০৪ ফুট ১০ ইঞ্চি, একটি এক্সপার্ট সাবমারসিবল পানির পাম্প কন্ট্রোল বক্সসহ অন্যান্য মালামাল।

 

প্রেস বিফিংয়ে সহকারী পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, জনৈক রিমস্ত রোয়াজা (৩৭),কেয়ারটেকার,ফাল্গুনী লেটেক্স রাবার বাগান, কুমারমারঝিরি (জলপাইতলী), ০৫নং ওয়ার্ড, ০৩নং ফাঁসিয়াখালী ইউনিয়ন এর রাবার বাগানের অফিস রুমের পার্শ্বে ঝিরি হতে এক্সপার্ট সাবমারসিবল পানির পাম্প, কন্ট্রোল বক্সসহ অন্যান্য মালামাল চুরি হয়েছে মর্মে অফিসার ইনচার্জ, লামা থানাকে সংবাদ প্রদান করেন।অফিসার ইনচার্জ, লামা থানা বিষয়টি পুলিশ সুপার, বান্দরবান পার্বত্য জেলা মহোদয়কে অবহিত করলে তিনি দ্রুততম সময়ের মধ্যে আসামী গ্রেফতার এবং চোরাই মালামাল উদ্ধারের জন্য প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন প্রদত্ত দিক-নির্দেশনা মোতাবেক তৎক্ষনাৎ এসআই (নিঃ)জামিল আহমদ,আইসি, কুমারী পুলিশ ক্যাম্প সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করে গোপন সংবাদের ভিত্তিতে ঘটনার সাথে জড়িত সন্দেহে আসামী নুরুল আমিন (৩৫) এর বাড়িতে অভিযান পরিচালনা করে আসামী নুরুল আমিন পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। তখন আসামীর ঘরে তার স্ত্রী বেবি আকতার (৩৫) পেয়ে তাদের বসত ঘর তল্লাশী করে চোরাই যাওয়া একটি এক্সপার্ট সাপমারসিবল পানির পাম্প,কন্ট্রোল বক্সসহ অন্যান্য মালামাল তার দেখানো মতে পেয়ে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করেন এবং তাকে গ্রেফতার করেন। তল্লাশীর একপর্যায়ে গ্রেফতারকৃত আসামীর দেখানোমতে তাদের বসত ঘর হতে একটি একনলা বন্দুক (যার লম্বা অনুমান ০৪ ফুট ১০ ইঞ্চি) উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করেন। চুরির ঘটনায় গ্রেফতারকৃত আসামী বেবি আকতার (৩৫),পলাতক আসামী নুরুল আমিন (৩৫) সহ অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে লামা থানার মামলা নং-০২,-০৫/০১/২০২৫ খ্রিঃ,ধারা-৩৭৯/৪১১ পেনাল কোড রুজু করা হয়। অস্ত্র উদ্ধারের বিষয়ে এসআই (নিঃ)জামিল আহমদ বাদী হয়ে গ্রেফতারকৃত আসামী বেবি আকতার (৩৫),পলাতক আসামী নুরুল আমিন (৩৫)দের বিরুদ্ধে এজাহার দায়ের করে লামা থানার মামলা নং-০৩, তারিখ-০৫/০১/২০২৫ খ্রিঃ, ধারা-The Arms Act 1878 19A রুজু করা হয়। ঘটনার প্রকৃত রহস্য উদ্‌ঘাটন ও ঘটনার সাথে জড়িত পলাতক এবং অজ্ঞাতনামা আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।

প্রেস বিফিংয়ে জেলা পুলিশ সুপার(এসপি)মো.শহিদুল্লাহ কাউছার অস্ত্র উদ্ধারের বিষয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে  সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।