বান্দরবানে বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলা লামায় গ্রেপ্তার বিএনপির পাঁচ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়ে আদালত। মঙ্গলবার সন্ধ্যায় বান্দরবান সদর সিনিয়ন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করার পর বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এরআগে মঙ্গলবার সকাল হতে দিনব্যাপী উপজেলার সরই, ফাঁসিয়াখালী, ফাইতং ও পৌরসভা এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। লামা থানা পুলিশের অফির্সাস ইনচার্জ মো. শামীম শেখ এই তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার বিএনপির পাঁচ নেতাকর্মীর মধ্যে রয়েছেন, সরই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আব্দুর রহিম প্রকাশ কাওসার, ফাঁসিয়াখালি ইউনিয়ন যুবদল কর্মী নাছির হোসেন প্রকাশ নাজিম, লামা পৌরসভার শ্রমিক দলের সভাপতি মো. বেলাল, ফাইতং ইউনিয়ন যুবদলের সভাপতি মো. ইমামুদ্দিন ও ছাত্রদল কর্মী আমির হামজা।
ওসি শামীম শেখ বলেন, গ্রেপ্তাররা সবাই বান্দরবান সদর থানায় দায়েরকৃত বিশেষ ক্ষমতা আইনের দায়েরকৃত এক মামলার আসামী। লামা থানা পুলিশের সহায়তায় বান্দরবান সদর থানার পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। তাদের সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।