আজ রবিবার ২২ সেপ্টেম্বর ২০২৪, ৬ই আশ্বিন ১৪৩১

রোয়াংছড়িতে লীন প্রকল্পের নেটওয়ার্কিং কর্মশালা

হ্লাছোহ্রী মারমা রোয়াংছড়ি (বান্দরবান) প্রতিনিধি : | প্রকাশের সময় : রবিবার ১৬ জানুয়ারী ২০২২ ০৩:২৭:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানে রোয়াংছড়িতে কারিতাস এনজিও লীন প্রকল্পের আলেক্ষ্যং ইউনিয়নের ধর্মীয় ও সামাজিক নেতৃবৃন্দদের নিয়ে নেটওয়ার্কিং কর্মশালা অনুষ্ঠিত করা হয়েছে। ১৬ জানুয়ারী রবিবার ঘিলাফুল লাইব্রেরীতে ধর্মীয় ও সামাজিক নেতৃতবৃন্দদের নিয়ে দিনব্যাপি কর্মাশালা আয়োজিত অনুষ্ঠানে কারিতাস লীন প্রকল্পের কর্মকর্তা বিপ্লব নকরেক পরিচালনায় পাড়ার কারবারি, ইউপি মেম্বার ও ধর্মীয় গুরুদের নিয়ে নেটওয়ার্কিং কর্মাশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলেক্ষ্যং ইউনিয়ন চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা। 

নেটওয়ার্কিং কর্মাশালায় আলোচনা করেন পুষ্টি সচেতনতা বিকাশে ১০টি বার্তা পৌছানোর লক্ষ্যে প্রত্যক গ্রামের প্রধান বা কারবারি, হেডম্যান, শিক্ষক ও ধর্ম যাযকদেকর নিয়ে আলোচনা করা হয়। এসময়ে গর্ভবতী মায়ের গর্ভধারণ থেকে শুরু করে ২বছর বয়স পর্যন্ত শিশুদের পুষ্টি সমৃদ্ধ  খাদ্য নিম্চিত করে ১০০০ দিন মধ্যে পুষ্টি সমৃদ্ধ খাদ্য খাওয়ানোর সুযোগকে কাজে লাগাতে সঠিক সময়ে বার্তা পৌছানো। নিয়মিত গর্ভকালীন স্বাস্থ্য এএনসি পরীক্ষা করতে হবে। গর্ভবস্থায় অন্তত ৪বার গভর্কালীন স্বাস্থ্য পরীক্ষা করতে হবে (মায়ের ওজন, রক্তস্বল্পতা, রক্তচাপ,গর্ভে শিশু অবস্থান পরীক্ষা ১ম স্বাস্থ্য পরীক্ষা ১৬ সপ্তাহে (৪ মাস), ২য় স্বাস্থ্য পরীক্ষা ২৪-২৮ সপ্তাহে (৬-৭মাস), ৩য় স্বাস্থ্য পরীক্ষা ৩২ মাস (৮মাস), ৪র্থ স্বাস্থ্য পরীক্ষা ৩৬ সপ্তাহে (৯মাস)। বার্তা -২ এর মধ্যে নবজাতকের জন্য শুধুমাত্র মায়ের দুধ খাওয়াতে হবে ৬মাস পর্যন্ত। বার্তা-৩ এর মধ্যে শিশুদের ওজন বেড়ে ওঠেছে কিনা ০-৫৯ মাস পর্যন্ত নিয়মিত মাফতে হবে। বার্তা-৪ এর মধ্যে কিশোর কিশোরীদের সুষম খাদ্য নিস্চিত করা। বার্তা-৫ এর মধ্যে বাল্য বিবাহ আইন অনুযায়ী মেয়েদের কমপক্ষে ১৮বছর এবং ছেলেদের কমপক্ষে ২১ বছর হতে হবে। বার্তা - ৬ এর শরীরে রক্তস্বল্পতা হলে লৌহ বা আয়রন নিম্চিত করতে হবে। বার্তা -৭এর মধ্যে একজন স্বাস্থ্যকর ব্যক্তির শারীরিক, মানসিক, সামাজিক ও আধ্যাত্মিক স্বাস্থ্য অর্জনের জন্য পুষ্টি জাতীয় খাদ্য খাইতে হবে। বার্তা-৮ এর মধ্যে নিরাপদ পানি পান করতে হবে। বার্তা -৯ এর মধ্যে নিরাপদ খাদ্য খাইতে হবে। বার্তা-১০এর মধ্যে খাদ্য বৈচিত্রা সামগ্রিক পুষ্টির চাহিদা যেমন -শর্করা,আমিষ, তেল জাতীয় খাদ্যের ভ্যাস করতে হবে। 

এসময়ে উপস্থিত ছিলেন খ্রীস্টান ধর্মের সিস্টার মেরী আগথা, মসজিদের ইমাম মোঃ রফিকুল ইসলাম, হেডম্যান প্রতিনিধি লাপ্রাত ত্রিপুরা, ৯নং ওয়ার্ডের মেম্বার ভারতসেন তঞ্চঙ্গ্যা,  সাংবাদিক হ্লাছোহ্রী মারমা, পাড়ার কারবারি নুথুইচিংসহ প্রমুখ।