বান্দরবানে ৪র্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে রোয়াংছড়ি উপজেলা চার ইউনিয়নে পরিষদসমূহের নবনির্বাচিত ইউপি সদস্যগণের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে। ৯ ফেব্রুয়ারী বুধবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে এই শপথ বাক্য পাঠ অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠান এসময়ে রোয়াংছড়ি উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. ফোরকান এলাহি অনুপম সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রোয়াংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা, বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা।
রোয়াংছড়ি উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যগনের ১নং রোয়াংছড়ি সদর ইউনিয়নে সদস্য ১২জন, ২নং তারাছা ইউনিয়নে ১২জন, ৩ নং আলেক্ষ্যং ইউনিয়নে ১২জন, ৪নং নোয়াপতং ইউনিয়নে ১২জন মোট ৪৮জন সদস্য-সদস্যাদের কে উপজেলা নিবার্হী অফিসার মো.ফোরকান এলাহি অনুপম শপথ পাঠ করান।
বক্তব্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা বলেন, প্রত্যকের নিবার্চনে চেস্টা করে জয় করে আসছেন এলাকার উন্নয়নের লক্ষ্য নিজ নিজ ওয়ার্ডের পিছিয়ে পড়া জনগণের পাশে কাজ করতে হবে। উপজেলা পরিষদের চেয়ারম্যান চহাইমং মারমা বলেন, ৪টি ইউনিয়নের ৪৮জনের মধ্যে প্রায় প্রবীণ ও নবীণ রয়েছেন প্রত্যকের ইউনিয়ন পরিষদের আইন অনুযায়ী দ্বায়িত্ব রেখে কাজ করতে হবে। কোন এলাকার জনগণের কে কোন পার্টি করে দেখার বিষয় নয় সকলের জনগণ হিসেবে সবাই উপকার ভোগী মাথায় রেখে কাজ করে নিতে হবে।
অনুষ্ঠানের সভাপতি মো. ফোরকান এলাহি অনুপম শপথ পাঠ গ্রহণের পর সকল সদস্যদেরকে ইউনিয়ন পরিষদ আইন ২০০৯ ধারাগুলোকে প্রেজেক্টর মাধ্যমে দেখানো হয়।
শপথ গ্রহণে স্বাক্ষরিত শেষে নবনির্বাচিত সদস্যগণকে ফুলের মাধ্যমে শুভেচ্ছা জানান উপজেলা প্রশাসন।
এসময় উপস্থিত ছিলেন ১নং রোয়াংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মেহ্লাঅং মারমা, নবনির্বাচিত প্রতিনিধি ও প্রিন্ট ইলেক্ট্রনিক গনমাধ্যকর্মী সহ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।