আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

রামুর গর্জনিয়ায় সামাজিক সংহতি-সম্প্রীতি রক্ষায় প্রত্যয় ব্যক্ত করলেন তরুণেরা

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি : | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২০ জানুয়ারী ২০২২ ০৯:০২:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

কক্সবাজারের রামুর গর্জনিয়া ইউনিয়নের ৩০জন মেধাবী তরুণ বৃহস্পতিবার দুপুরে সামাজিক সংহতি-সম্প্রীতি রক্ষায় শপথ গ্রহণ করেছেন।  

 

তাঁরা সবাই গর্জনিয়া উচ্চবিদ্যালয়, জুমছড়ি বদিউল আলম স্মৃতি বিদ্যাপীঠ ও গর্জনিয়া আদর্শ শিক্ষানিকেতন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। 

 

জাতিসংঘের উন্নয়নমূলক সংস্থা ইউএনডিপির সহযোগিতায় ও বেসরকারি উন্নয়ন সংস্থা একলাবের সামাজিক সংহতি প্রকল্পের আওতায় দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শেষে গর্জনিয়া উচ্চবিদ্যালয় মাঠে তাঁদের শপথবাক্য পাঠ করান- গর্জনিয়ার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম চৌধুরী। 

 

এসময় উপস্থিত ছিলেন- গর্জনিয়া উচ্চবিদ্যালয় এডহক কমিটির সভাপতি ছলিম উল্লাহ চৌধুরী, প্রধান শিক্ষক কায়ছার জাহান চৌধুরী, উপজেলা স্কাউটস'র সাবেক সম্পাদক সুকুমার বড়ুয়া, ইউএনডিপির প্রতিনিধি বিক্রম কিশোর ক্রিসা, একলাবের প্রকল্প ব্যবস্থাপক মো.কেফায়েত উল্লাহ সাজ্জাদ, বদিউল আলম স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আজিজ মৌওলা, গর্জনিয়া আদর্শ শিক্ষানিকেতন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম প্রমূখ। 

 

গত বুধবার গর্জনিয়া উচ্চবিদ্যালয় মিলনায়তনে দুইদিন ব্যাপী ওই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। কর্মশালার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে কোভিট-১৯, মাদক, নারী-পুরুষ বৈষম্য, বাল্যবিবাহ, মানবপাচার প্রতিরোধ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় তরুণদের কার্যকরী ভূমিকা পালন করার আহবান জানান অতিথিরা।