জেলার রামগড়ে পুতুল ফাউন্ডেশনের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের মেধাবৃত্তি, ক্রেস্ট, বই ও নগদ অর্থ বিতরন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদের হলরুমে মতিলাল দেবনাথ এর সভাপতিত্বে প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় সরকারি কলেজের সহকারী অধ্যাপক মংসাজাই মার্মা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাউসার আহম্মেদ, রামগড় থানার অফিসার ইনচার্জ মো.মিজানুর রহমান, পাতাছড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর, রামেশ্বর চন্দ্র শীল, পুতুল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা: নিখিল চন্দ্র নাথ, রামগড় সরকারি উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল কাদের। পুতুল ফাউন্ডেশনের পক্ষ থেকে রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়, রামগড় বালিকা উচ্চ বিদ্যালয় ও চৌধুরীপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের ২৭ জন শিক্ষার্থীর মাঝে ক্রেস্ট ও বই বিতরন করা হয়। এছাড়া পুতুল স্মৃতি মেধাবৃত্তির ১০ হাজার টাকার চেক ও ক্রেস্ট পেয়েছেন রামগড় সরকারি উচ্চ বিদ্যালয়ের ছাত্র মোঃ ওমর ফারুক ও রামগড় বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ইশরাত জাহান ইভা। এসময় অনুষ্ঠিত উপস্থিত বক্তৃতার বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও বই প্রদান করা হয়। অনুষ্ঠানে পুতুল ফাউন্ডেশনের পক্ষ থেকে রামগড়স্থ স্বামী বিবেকানন্দ অনাথালয়ের জন্য সহায়তা হিসেবে ১০ হাজার টাকার চেক প্রদান করা হয়। উল্লেখ্য, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান পুতুল ফাউন্ডেশন রামগড়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে প্রতিবছর মেধাবৃত্তি ও বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে আসছে।