আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

রামগড়ে ইউএনও'র বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: | প্রকাশের সময় : বুধবার ১৬ নভেম্বর ২০২২ ১২:৩০:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 

রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন আরাফাত এর বিরুদ্ধে অসত্য সংবাদ অনুমোদনহীন নিউজ পোর্টালে প্রকাশ করে সামাজিক মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালিয়ে ইউএনও'র ভাবমূর্তি ক্ষুণ্ন করায় একজন ব্যক্তিকে অভিযুক্ত করে রামগড় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। জিডির অভিযোগে উল্লেখ করা হয়, রামগড় পাতাছড়ার নাকাপা এলাকার মৃত সিরাজ মিয়ার ছেলে সাইফুল ইসলাম তার ফেসবুক আইডি saiful Islam cht থেকে "হাইকোর্টে রিট করে রামগড়ের ইউএনও'র রোষানলে দুই দিনমজুর, ভুগছেন নিরাপর্তাহীনতায়" শিরোনামে দুটি অনলাইন নিউজ পোর্টাল Southeast asia journal. Com/dainik Khagrachhari. Com এ সংবাদ প্রকাশ করে সামাজিক মাধ্যম ফেসবুকে প্রচার করে। ঐ পোস্টে বলা হয় গত ১৩ নভেম্বর আবুল কালাম নামে এক দিনমজুরকে রাজনৈতিক ক্যাডার দিয়ে উপজেলা পরিষদে তুলে নিয়ে যায় পরে ইউএনও অফিস কক্ষে নিয়ে সাদা কাগজে স্বাক্ষর করিয়ে দুইঘন্টা অবরুদ্ধ রাখা হয়। আরো এক দিনমজুরকে কিছু অপরিচিত লোকজন খোজাখুজি করলে উভয়ই নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে মনগড়া সংবাদ প্রচার করা হয়। অথচ ১৩ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসার মাসিক আইনশৃংখলা সভায় অংশ নিতে খাগড়াছড়ি জেলায় বিকাল পর্যন্ত অবস্থান করে রামগড় এসে একটি সরকারী প্রোগ্রামের প্রস্তুতি মিটিংয়ে অংশ নেন। অভিযোগে আরো উল্লেখ করেন, ফেসবুকে এধরনের ভুয়া ও মানহানিকর পোস্ট প্রচার করা ও ভুয়া অনলাইনে প্রকাশ করে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের মত জনগুরুত্বপূর্ণ সরকারী দপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। এধরনের পোস্ট প্রচারকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ১৫ নভেম্বর রাতে সাধারণ ডায়েরি জিডি করেন রামগড় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা মো. শরিফুল ইসলাম। তিনি জানান, বিষয়টি প্রশাসনের নজরে আসায় আইনের আশ্রয় নিতে হয়েছে। পোস্টকারী মিথ্যা তথ্য দিয়ে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে চাইছে। রামগড় থানার ডিউটি অফিসার ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের উপ-প্রশাসনিক কর্মকর্তা সাধারণ ডায়েরি দায়ের করেছেন। যার জিডি নং ৬০৮, তারিখ ১৫/১১/২০২২ ইং।