আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

রামগড়ে আদালতের নির্দেশনানুযায়ী ৯টি ইটভাটা বন্ধ করলেন ইউএনও

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: | প্রকাশের সময় : শনিবার ১২ ফেব্রুয়ারী ২০২২ ০৪:৪৪:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

জেলার রামগড়ে মহামান্য হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে থাকা ৯টি অবৈধ ইটভাটার সকল ধরণের কার্যক্রম বন্ধ করে দিয়েছে রামগড় উপজেলা নির্বাহী অফিসার।

শনিবার বেলা ১১টায় রামগড় উপজেলা নির্বাহী অফিসার খোন্দকার মোহাম্মদ ইফতেখার উদ্দীন আরাফাত এর নেতৃত্বে একটি ভ্রাম্যমান আদালত সরজমিনে গিয়ে পরবর্তী আদেশ না দেয়া পযর্ন্ত এসব ইটভাটার কার্যক্রম বন্ধ করার নির্দেশ দেন। এসময় প্রতিটি ইটভাটায় সরকারি নির্দেশনা সংবলিত সাইনবোর্ড ও লাল পতাকা টাঙ্গিয়ে দেয়া হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে এসময় সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা মজুমদার, রামগড় থানার পরিদর্শক (তদন্ত) রাজিব কর ও উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ তারেকসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে গত ২৫ জানুয়ারী বিচারপতি জে.বি.এম হাসান ও বিচারপতি ফাতেমা নজীবের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ খাগড়াছড়ি, রাঙ্গামাটি ও বান্দরবন জেলায় সব অবৈধ ইটভাটা ৭দিনের মধ্যে বন্ধের নির্দেশ দেন। সেই সঙ্গে ২ সাপ্তাহের মধ্যে আদালতের আদেশ প্রতিপালনের বিষয়ে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেওয়া হয়েছে।