আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

রাজস্হলীতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে ফলজ চারা বিতরণ

মোঃআইয়ুব চৌধুরী,রাজস্থলী : | প্রকাশের সময় : বুধবার ২৬ জুলাই ২০২৩ ০৬:৩৮:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

রাঙামাটি  পার্বত্য জেলা রাজস্থলী  উপজেলার   বিভিন্ন এলাকার প্রান্তিক ১৫০ জন চাষীদের মধ্যে প্রতিজন কে ১২ পিচ করে  ফলজ চারা  বিতরণ করা হয়েছে।

আজ ২৬  (জুলাই) সকালে রাঙামাটি  পার্বত্য জেলা পরিষদের আয়োজনে জেলা পরিষদের সদস্য বাবু নিউচিং মারমার বাস ভবনের সামনে উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ ও পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা সহ সকলে  উপস্থিত থেকে এই চারা বিতরণ করেন।

এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আবুল খায়ের, প্রেস ক্লাব সভাপতি আজগর আলী খান, সাধারণ সম্পাদক  হারাধন কর্মকার গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা,  বিভিন্ন এলাকা থেকে আগত  চাষীরা। 

বিতরণ কালে  বক্তব্য রাখতে গিয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা বলেন, বর্তমান সরকার দেশের সকল খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে। বিশেষ করে কৃষিপ্রধান দেশ হিসেবে কৃষকদের আর্থিক ভাবে স্বাবলম্বী করতে সরকার বিভিন্ন প্রকল্প গ্রহণ করছে আর তা বাস্তবায়ন করছে তার সুফল পাচ্ছে সাধারণ জনগণ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ  বলেন, সকল ব্যক্তিকে তার সামর্থ অনুযায়ী নিজ নিজ আঙ্গিনায় বৃক্ষরোপন করতে হবে, আর এর ফলে অক্সিজেনের পরিমান বৃদ্ধি পাবে, আর নিজের বাড়ীর পুষ্টির চাহিদা কিছুটা মিটবে

 তিনি আরো বলেন, পার্বত্য জেলা পরিষদ প্রতিবছরই চাষীদের প্রচুর ফলজ,বনজ, ঔষধি চারা এবং কৃষি যন্ত্রপাতি বিনামুল্যে বিতরণ করে এবং আগামীতেও চাষীদের উন্নয়নে এই ধারা অব্যাহত থাকবে।

ইতিপূর্বে জেলা পরিষদ রাজস্থলী  উপজেলার প্রান্তিক  চাষীকে বিভিন্ন রকমের ফলের চারা ফুট স্প্রে মেশিন এবং বিভিন্ন কৃষক সমবায় সমিতিকে  পাওয়ার টিলার মেশিন প্রদান করা হয়।