আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

নিজস্ব প্রতিবেদক : | প্রকাশের সময় : মঙ্গলবার ১৩ ডিসেম্বর ২০২২ ০৯:৫১:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতের নাম বাসু দাশ (৪০)। মঙ্গলবার বিকাল সাড়ে ৪টার দিকে কাপ্তাই উপজেলার ঘাগড়া ইউনিয়নের দেবতাছড়ি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাসু দাশ রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের পশু হাসপাতাল এলাকার বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন থেকে কাপ্তাই উপজেলা হয়ে সড়ক পথে মোটরসাইকেল আরহী বাসু দাশ ঘাগড়া ইউনিয়নে পৌছায়। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মালবাহি ট্টাক নিয়ন্ত্রণ হারীয়ে চলন্ত মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলে মৃত্যু হয় বাসুর। খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
এ ঘটনায় নিহত বাসু দাশের এলাকা রাজস্থলী উপজেলার শোকের ছায়া নেমে আসে। 

বাঙালহালিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য শিমুল দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসু রাজস্থলী উপজেলার সন্তান। তাকে প্রায় চাকরির কাজে রাঙামাটি শহরের যেতে হয়। তাই মোটরসাইকেলে আসা যাওয়া করে পাহাড়ি পথে। সড়ক দুর্ঘটনায় তার এভাবে চলে যাওয়া স্থানীয়রা মেনে নিগে পারছে না। 

 

কাপ্তাই উপজেলার ৫নং ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তঞ্চঙ্গ্যা জানান, পাহাড়ি সড়কে সাবধানে গাড়ি চালাতে হয়। কারণ বিপরীত দিক থেকে গাড়ি আসলে পাহাড়ের জন্য দেখা যায় না। এছাড়া একমুখি সড়ক হওয়ার কারণে কাপ্তাই রাঙামাটি সড়কে প্রায় ঘটছে সড়ক দুর্ঘটনা। এছাড়া কিছু বেপরুয়া ট্টাক চালক আছে যারা সড়কে ইচ্ছামত গাড়ি চালায়। তাদের জন্য সড়ক দুর্ঘটনা কমছেনা। 

রাঙামাটি কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দীন জানান, পুলিশ ট্রাকটি আটক করেছে। চালকেও আটকের চেষ্টা চলছে। নিহতের লাশ রাঙামাটি জেনারেল হাসপাতালে মর্গে আছে। ময়নাতদন্তের পর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।