আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

রাঙামাটিতে তাবলীগের সাদ পন্থীদের নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ

নিজস্ব প্রতি‌বেদক, রাঙামাটি | প্রকাশের সময় : রবিবার ২২ ডিসেম্বর ২০২৪ ০৭:০০:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

টঙ্গীতে মুসল্লীদের উওর হামলা ও তাবলীগ জামাতের সাদ পন্থীদের নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় তৌহিদী জনতার ব্যানারে রাঙামাটি পৌরসভা কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করে তাবলীগ জামাতের সমর্থক ও আলেম ওলামারা। 

 

পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদ রাঙামাটি জেলা কমিটির সভাপতি মাওলানা শরীয়তুল্লাহর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন মাওলানা মোঃ ওমর আলী, শামসুল ইসলাম ও ইসমাইল হোসেন সহ অন্যান্যরা। 

 

এ সময় বক্তারা বলেন বর্তমান সরকারকে বিতর্কিত করার পতিত স্বৈরাচারের যে ষড়যন্ত্র তারই অংশ হিসেবে তাবলীগ জামাতের উপর নগ্ন হামলা এবং তাবলীগের দাওয়াত নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। ভারতপন্থী মাওলানা সাদ দীর্ঘদিন যাবত তাবলীগের দাওয়াতের কাজকে বিতর্কিত করার জন্য নানা ষড়যন্ত্র করছে। কিন্তু বর্তমান সরকার ধৈর্যের মাধ্যমে এই ষড়যন্ত্র প্রতিহত করেছে। এ সময় বক্তারা সাদ পন্থীদের নিষিদ্ধ করার দাবি জানান। 

 

এর আগে ফিসারী মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পৌরসভার সামনে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় আলেম ওলামারা সাদ পন্থীদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।