আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

বান্দরবান ২ এপিবিএন কর্তৃক ৩০ টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন সহ,টাকা উদ্ধার করা হয়েছে

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : সোমবার ২ অক্টোবর ২০২৩ ০৭:২৩:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবান ২ এপিবি এনের ৩০ হারিয়ে যাওয়া মোবাইল সহ বিকাশে ভুলক্রমে চলে যাওয়া ৭৫,৬৯৫/-  টাকা উদ্ধার পূর্বক মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে, বান্দরবান ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বাংলাদেশ পুলিশের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি)  আলী আহমদ খান এর সার্বিক দিক নির্দেশনায় এএসআই/ মোঃ রবিউল করিম সিকদারের তৎপরতায় মোবাইল হারানো সংক্রান্তে যথাক্রমে ১ কদমতলী থানায় জিডি নং-১৯৪, ২। ফেনী সদর মডেল থানায় জিডি নং -১১৭৫, ৩। কাশিমপুর থানার জিডি নং-৭৬০, ৪। মুরাদনগর থানার জিডি নং-৫৭৮, ৫। কোতয়ারী থানার জিডি নং-৭৯০, ৬। টঙ্গী পূর্ব থানায় জিডি নং- ৪১৬, ৭। কক্সবাজার সদর মডের থানার জিডি নং-৬৬১, ৮। উখিয়া থানার জিডি নং-৯৩৩, ৯। সীতাকুন্ড থানার জিডি নং-৭১৪, ১০। কোতয়ালী মডেল থানার জিডি নং-৮৫৬, ১১। বান্দরবান সদর থানার জিডি নং-৩৩৯, ১২। বায়োজীদ বোস্তামী থানার জিডি নং-১৫৭০, ১৩। সিদ্ধিরগঞ্জ থানার জিডি নং- ৩৬১, ১৪। চান্দগাঁও থানার জিডি নং-২১, ১৫। উখিয়া থানার জিডি নং-৩০৭, ১৬। সাতকানিয়া থানার জিডি নং-৮২৩, ১৭। পটিয়া থানার সাধারণ জিডি নং-৫৩৯, ১৮। সাতকানিয়া থানার জিডি নং- ৩৬০, ১৯। চন্দনাইশ থানার জিডি নং-১৯১৭, ২০। বান্দরবান সদর থানার জিডি নং-৮৮২, ২১। চন্দনাইশ থানার জিডি নং-১৩৫২, ২২। কামরাঙ্গীরচর থানা জিডি নং-৫৫১, ২৩। চকবাজার থানার জিডি নং-১৬২০, ২৪। চান্দগাঁও থানার জিডি নং-১৩৩৬, ২৫। সোনাগাজী থানার জিডি নং-৫৩৮, ২৬। রাঙ্গুনিয়া থানার জিডি নং-১০৮৪, ২৭। জোরারগঞ্জ থানার জিডি নং-১১৮০, ২৮। কোতয়ালী মডেল থানার জিডি নং-৭৩৭, ২৯। কক্সবাজার সদর থানার জিডি নং-৭৬২, ৩০। বান্দরবান সদর থানার জিডি নং-৭৩৫, জিডি কপি সংগ্রহ পূর্বক বান্দরবানের সাইবার টিম কর্তৃক (VIVO Y21, SAMSUNG GALAXY F22, WALTON Primo H10, Realme, Realme 8 pro, Redmi S2, Oppo A16, Oppo F21 pro, Samsung A3, POCO X3, Redmi 9T, Realme C21, Samsung  A20, VIVO Y21, Redmi note 9, Redmi 9, NOKIA G21, REALME C53, REALME 51, samsung M11, poco x3 pro, samsung A13, oppo reno-05, redmi note-9, VIVO-Y21, REALME-C25Y, TECNO SPARK-7, REDMI NOTE-10, OPPO A54, SAMSUNG F22) সর্বমোট ৩০ টি মোবাইল ফোন এবং বিকাশে ভুলক্রমে চলে যাওয়া টাকা সংক্রান্তে ১। কেরাণীগঞ্জ মডেল থানায় জিডি নং-৪৪২, ২। রাঙ্গুনিয়া থানার জিডি নং-১৮৬, ৩। বন্দর থানার জিডি নং-১০৯০, ৪।  বান্দরবান সদর থানার জিডি নং-৮৪৫, মূলে বিকাশ নম্বর হতে টাকা প্রেরণ করার সময় ভুলক্রমে অন্য নম্বরে চলে গেলে ২ এপিবিএন মেঘলা, বান্দরবান সাইবার টিম উক্ত নম্বরসমূহের পরিচয় সনাক্ত পূর্বক মালিকদের সাথে যোগাযোগ করে যথাক্রমে ২১,৭৯৫/- টাকা, ২০,৪০০/- টাকা, ৯,৫০০/- টাকা, ২৪,০০০/- টাকা উদ্ধার করে। পরবর্তীতে ২ আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি), সহ-অধিনায়ক (পুলিশ সুপার) উপস্থিতিতে  সোমবার ২/১০/২০২৩ তারিখে বিভিন্ন ব্র্রান্ডের ৩০টি মোবাইল ফোনসহ বিকাশে ভুলক্রমে চলে যাওয়া ৭৫,৬৯৫/- (পঁচাত্তর হাজার ছয়শত পঁচানব্বই) টাকা উদ্ধার পূর্বক প্রকৃত মালিকগণের নিকট হস্তান্তর করা হয়।