আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

বান্দরবানে সাড়ে আটার কিলোমিটার রাস্তা সন্ত্রাস মুক্ত

এইচ এম সম্রাট,বান্দরবান | প্রকাশের সময় : সোমবার ১ মে ২০২৩ ০৯:৩৫:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 

 

বান্দরবানের স্থানীয় বিচ্ছিন্নতাবাদী শসস্ত্র সংগঠন কুকি-চীন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) সন্ত্রাসীদের নিশ্চিহ্ন করতে সাড়াশি অভিযান শুরু করেছে বাংলাদেশ সেনা বাহিনী। সোমবার (১মে) ভোর থেকে থানছি- লিক্রী সড়কে রুমা উপজেলার বাকলাই এর আশপাশের এলাকায় এই অভিযান চালায় সেনা সদস্যরা। সর্ব শেষ তথ্য মতে কেএনএফ সদস্যদের পিছু হঠিয়ে বিশাল এলাকা নিয়ন্ত্রনে নিয়েছে সেনা বাহিনী।

সেনা বাহিনী সুত্র জানায়,গত দুই মাস ধরে রুমা-বগালেক সড়কে এবং থানছি- লিক্রী সড়কে সেনা বাহিনীর প্রকৌশল বিভাগ কর্তৃক সড়ক নির্মান প্রকল্প থেকে অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা,ঠিকাদার ও শ্রমিকসহ প্রায় ১০/১২ জনকে অপহরন করে নিয়ে যায় কেএনএফ সদস্যরা। পরে বিপুল পরিমান মুক্তি পণের বিনীময়ে মুক্তি পায় অপহৃতরা। এছাড়াও কেএনএফ সদস্যদের হাতে নিহত হয়েছে সেনা কর্মকর্তাসহ ৫জন। কেএনএফ এর সন্ত্রাসী তৎপরতায় বন্ধ হয়ে যায় রুমা-বগালেক এবং থানছি- লিক্রী সড়ক নির্মান কাজ। বেশ কিছু দিন সড়ক নির্মান কাজ বন্ধ থাকার পর শেষ এই দুটি সড়কে সন্ত্রাস মুক্ত করতে অভিযানে নামে সেনা বাহিনীর একাধিক দল। অভিযান চলাকালে সেনা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কেএনএফ সদস্যরা সেনা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়ে। সেনা বাহিনী পাল্টা গুলি ছুড়ে জবাব দিল শুরু হয় দুপেক্ষর মধ্যে বন্ধুক যুদ্ধ। বিকাল পর্যন্ত গোলা গুলির ঘটনা অব্যাহত ছিল বলে নিশ্চিত করেছে সেনা বাহিনীর উধ্বর্তন কর্মকর্তারা। সেনা বাহিনীর গুলির মুখে টিকতে না পেরে পিছু হটতে বাধ্য হয় কেএনএফ সদস্যরা। তবে এঘটনায় কোন হতাহত হয়নি। সেনা বাহিনীর অভিযানের মুখে কেএনএফ সদস্যরা পালিয়ে যাওয়ায় থানছি-লিক্রী সড়কের সাড়ে আটার কিলিমিটার রাস্তা সন্ত্রাস মুক্ত করা হয়েছে।   এই দুটি সড়ক সন্ত্রাস মুক্ত না হওয়া পর্যন্ত সেনা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে বলে সেনা বাহিনী জানায়।