কনকনে ঠাণ্ডায় কষ্ট পাওয়া বান্দরবানের গরীব ও অসহায় ১০০০,পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি বান্দরবান শাখা। ২৫ শে জানুয়ারি বুধবার বিকেলে ব্যাংকটির বান্দরবান শাখায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র দেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা এটি এম কাউছার হোসেন। উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি বান্দরবান শাখার শাখা প্রধান সাইফুল ইসলাম রাজন, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক উজ্বল দাশ, প্রেসক্লাবের সদস্য কৌশিক দাশসহ বিভিন্ন গণমাধ্যমকর্মীরা। অনুষ্ঠানে বান্দরবান পৌরসভার প্যানেল মেয়র সৌরভ দাশ শেখর বলেন, প্রতি বছর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি বান্দরবান শাখার উদ্যাগে গরীব ও অসহায়দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। সেগুলো বান্দরবানের গরীব ও অসসহাদের অনেক উপকারে আসে। আগামীতেও এ আয়োজন অব্যাহত রাখার জন্য ব্যাংক কর্তৃপক্ষকে আহ্বান জানাই। সেখানে প্রধান অতিথি হিসেবে থেকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এটি এম কাউছার হোসেন বলেন, সরকারের পাশাপাশি বেসরকারী উদ্যাগে প্রতিটি প্রতিষ্ঠানকে দেশের উন্নয়নে কাজ করে যেতে হবে। তীব্র শীতে কষ্ট পাওয়া পার্বত্য জেলার বাসিন্দাদের জন্য এসব শীতবস্ত্র অনেক উপকারে আসবে। এ প্রতিষ্ঠানগুলোকে আগামীতেও এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানাই। পরে ব্যাংকে উপস্থিত ১০০০, গরীব ও অসহায় পরিবারের হাতে শীতবস্ত্র তুলে দেন অতিথিরা।