আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

বান্দরবানে শান্তি চুক্তির ২৫ তম বর্ষ পূর্তি উদযাপন''

অসীম রায় বান্দরবান : | প্রকাশের সময় : শুক্রবার ২ ডিসেম্বর ২০২২ ০২:২১:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নানান আয়োজনে মধ্য দিয়ে বান্দরবানে পালিত হয়েছে পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির ২৫ তম বর্ষ পূর্তি উদযাপন। সম্প্রীতির বন্ধন অটুট রাখি সমৃদ্ধ বান্দরবান গড়ি" সাম্প্রদায়িক সম্প্রীতির এই মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে ২৪ পদাতিক ডিভিশনের ৬৯ পদাতিক ব্রিগেডের অধীনস্থ বান্দরবান সেনা জোন শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের ধারা বজায় রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বান্দরবান জেলায় বসবাসরত বাঙালি-পাহাড়ি মুসলমান ছাড়াও সনাতন ধর্মী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও সকল ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী তথা মুরং, ত্রিপুরা, চাকমা, মার্মা, বম, এবং তঞ্চঙ্গ্যা এর মাঝে শীতবস্ত্র বিতরণের পরিকল্পনা করা হয়। আজ ২ রা ডিসেম্বর শুক্রবার দুপুরে বান্দরবান ঐতিহাসিক রাজার মাঠ প্রাঙ্গনে জেলা পরিষদ আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো, জিয়াউল হক। উদযাপন উপলক্ষে বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় হতে একটি শোভাযাত্রা র্যলী বের হয়ে বান্দরবান রাজার মাঠ প্রাঙ্গনে এসে সমাপ্তি ঘটে। এতে বান্দরবানে ১১ টি জনগোষ্ঠি নিজেদের সংস্কৃতিকে পোশাকে অনুষ্ঠানে অংশগ্রহন করেন। পরে শান্তি চুক্তির উপলক্ষে আকাশ বেলুন উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন মধ্য দিয়ে এক আলোচনা সভা আয়োজন করা হয়। এইদিকে দিবসটি উপলক্ষে বান্দরবান সেনাবাহিনী উদ্যেগে গরীব ও অসহায় দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরন এবং বিনামূল্যে চক্ষু শিবিরে আয়োজন করা হয় । পাশাপাশি সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। বান্দরবান পার্বত্য জেলা পরিষদে চেয়ারম্যান ক্যশৈহ্লা, সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি , জোন কমান্ডার, পুলিশ তারিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফর রহমান, বান্দরবান পৌরসভার মেয়র ইসলাম বেবী, ,আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ , জেলা পরিষদের সদস্য লক্ষী পদ দাশ, সদর উপজেলা চেয়ারম্যান এ কেএম জাহাঙ্গীরসহ সরকারি বেসরকারী কর্মকর্তাগণসহ প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়ার ও সর্বসাধারণ গণমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।