আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

বান্দরবানে দলিল জালিয়াতি মামলায় ভুমি অফিসের কর্মচারীসহ ৩জন কারাগারে

এইচ এম সম্রাট,বান্দরবান | প্রকাশের সময় : বুধবার ১০ মে ২০২৩ ১০:৫৮:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 

বান্দরবানে দলিল জালিয়াতি করে অবৈধ ভাবে জমি জবর দখলের মামলায় সন্তোষ দাশ নামে সদর ভুমি অফিসের এক কর্মচারীসহ ৩জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। জহিরুল ইসলাম নামে এক ব্যক্তি বাদী হয়ে সন্তোষ দাশসহ অপর ছয় জনের বিরুদ্ধে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে এমামলা দায়ের করেন। কোর্ট সুত্রে জানা যায়,বান্দরবান-কেরানীহাট সড়কের ভেনাস রির্সোটের সামনে সৈয়দ মোজাফ্ফর আহাম্মদ নামে এক ব্যক্তির ৫০ শতক জমি ভুয়া দলিল সৃজন করে মামলার আসামীরা জবর দখল করেন। এঘটনায় গত ২৭/৪/২০২৩ তারিখে জমির মালিক সৈয়দ মোজাফ্ফরের জামাতা মো: জহিরুল ইসলাম বাদী বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সাত জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলার আসামীরা হলেন-সদর ভুমি অফিসের জারী কারক সন্তোষ দাশ,এলজিডির উপজেলা ইঞ্জিনিয়ার মোস্তফা মিনহাজ,কেয়ারটেকার মান্নান,দলিল লেখক গোপাল কৃষ্ণ দাশ,দলিলের স্বাক্ষী মো: আলী হোসেন,জিন্নাত আরা ও রমিজ আহাম্মেদ। এমামলায় বুধবার(১০ মে) আসামী সন্তোষ দাশ,মান্নান ও গোপাল কৃষ্ণ দাশ আত্নসর্মপন পুবর্ক আদালতে উপস্থিত হয়ে জামিনের আবেদন করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট সৈয়দা সুরাইয়া আক্তারের আদালত তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেয়। মামলার বাদী মো: জহিরুল ইসলাম জানান,এই আসামীরা পরস্পর যোগসাজসে তাহার শ্বশুরের স্থলে অন্য ব্যক্তিকে জমির মালিক সাজিয়ে জাল দলিল সৃজন উক্ত জমি তাদের নামে নামজারী করে নেয়। তিনি আরো জানান,১ নং আসামী সন্তোষ দাশ বান্দরবান সদর ভুমি অফিসের জারী কারক পদে কর্মরত। তার পিতা সুনিল দাশ(সোনা রাম) একজন জাল দলিল চক্রের মুল হোতা। সেই সুবাদে পিতা পুত্র মিলে সদর ভুমি অফিসকে ম্যানেজ করে জাল দলিল সৃজন করে তার শ্বশুরের ৫০ শতক জমি জবর দখল করেন। এঘটনার প্রেক্ষিতে গত ২৭/৪/২০২৩ ইং তারিখে আমি সাত জনের বিরুদ্ধে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দায়ের করলে আদালত আবেদনটি আমলে নিয়ে আবেদনটি এজাহার হিসাবে গ্রহন করতে সদর থানাকে নির্দেশ দেয়। সদর থানা গত গত ৪/৫/২০২৩ ইং তারিখে আবেদনটি এজাহার হিসাবে গ্রহন করে। এদিকে এস্থানীয়রা জানান,মামলার আসামী সন্তোষ দাশ ও তার পিতা সুনিল দাশ(সেনা রাম) একটি ভুমির দলিল জালিয়াতি চক্রের মুল হোতা। পিতা পুত্রের যোগসাজসে এই চক্রটি ভুয়া দলিল সৃজন করে একজনের জমি অপর জনকে বিক্রি করে দিয়ে হাতিয়ে নিয়েছে কোটি কোটি টাকা। জাল জালিয়াতির মাধ্যমে পিতা পুত্র অর্জন করেছেন কোটি কোটি টাকার ভু-সম্পত্তি।