আজ সোমবার ২৩ ডিসেম্বর ২০২৪, ৯ই পৌষ ১৪৩১

বান্দরবানে দরিদ্র রোগীদের সেবায় নাগরিক সেবা এ্যাম্বুলেন্স চালু

এইচ এম সম্রাট, বান্দরবান : | প্রকাশের সময় : রবিবার ২২ ডিসেম্বর ২০২৪ ০৭:০৫:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবান পৌর এলাকার গরীব অসহায় রোগীদের দ্রুত চিকিৎসা সেবার সুবিধার্থে চালু করা হয়েছে 

নাগরিক সেবা নামে একটি এ্যাম্বুলেন্স। পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমানের ব্যক্তিগত অর্থায়নে এই উদ্যোগ নেয়া হয়েছে। রবিবার দুপুর বারটায় এ্যাম্বুলেন্সটির কার্যক্রম উদ্বোধন করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। এসময় বান্দরবান ডিজিএফআই এর অধিনায়ক কর্ণেল আসাদুল্যাহ জামশেদ ও পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান কাজী মোঃ মজিবর রহমান, সাংবাদিক ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় উদ্যোক্তা কাজী মোঃ মজিবর রহমান জানান,বান্দরবান পৌর এলাকাসহ আশ পাশে প্রচুর হত দরিদ্র মানুষের বসবাস। স্বল্প খরচে তাদের চিকিৎসা পেতে সহজতর করতে এই প্রচেষ্টা। এই এ্যাম্বুলেন্সটি দিয়ে সাধারন মানুষ অনেক উপকৃত হবে বলে তিনি জানান।