আজ বৃহস্পতিবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০শে কার্তিক ১৪৩১

বান্দরবানে জামায়াতের ২২ নেতা কর্মী বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলা থেকে অব্যাহতি

এইচ এম সম্রাট, বান্দরবান : | প্রকাশের সময় : রবিবার ১০ নভেম্বর ২০২৪ ০৮:৪৩:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

দীর্ঘ ৯ বছর পর বান্দরবানে জামায়াতের ২২ নেতা কর্মী বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলা থেকে  অব্যাহতি পয়েছে। 

আদালত সুত্র জানায়,২০১৬ সালে লামা থানা পুলিশ বাংলাদেশ জামায়াতে ইসলামীর স্থানীয় ২২ নেতা কর্মীর বিরুদ্ধে ৭৪ এর বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেন। সাম্প্রতিক সময়ে অন্তর্বতীকালীন সরকার ক্ষমতা গ্রহনের পর উক্ত মামলা থেকে রাজনৈতিক বিবেচনায় অব্যাহতি পেতে আসামী পক্ষ থেকে সরকারের কাছে আবেদন জানায়। রবিবার বান্দরবান জেলা ও দায়রা জজ আদালতে মামলার ধার্য্য তারিখে রাষ্ট্র ও আসামী পক্ষের শুনানী শেষে রাজনৈতিক বিবেচনায় মামলা থেকে সকল আসামীকে অব্যাহতি প্রদান করে আদালত। এসময় এসময় আসামী পক্ষের আইনজীবী মো: শাহনেওয়াজ শুনানীতে অংশ নেয়। অব্যাহতি প্রাপ্ত জামায়াতের নেতা কর্মীরা হলেন-আব্দুল মোনায়েম,কাজী ইব্রাহীম,মরহুম মৌলানা জাফরুল্লাহ,ফারুক আহাম্মদ,মরহুম ফরিদুল আলম,মৌলানা জাবের হোসেন,আলহাজ্ব মো: আলম,মৌলানা মো: রফিকুল ইসলাম,মৌ আবদুল গফুর,মাষ্টার মো: নবির উদ্দীন,মারুফ জোয়ারদার,মও: মো: কাওছার,মো: নুরজ্জামান,মো সাফায়েত হোসেন রাসেল,ফরহাদ হোসেন,মীর কাসেম,মাষ্টার ওমর ফারুক,আবু হানিফ।

মামলা থেকে অব্যাহতি প্রাপ্ত জামায়াত নেতা আব্দুল মোনায়েম,কাজী ইব্রাহীম বলেন,বিগত বছর আগে ঘুমন্ত অবস্থায় সম্পর্ন বিনা দোষে পুলিশ আমাদের ঘর থেকে ধরে থানায় নিয়ে গিয়ে আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করে। এই মামলায় দুই জন মাদ্রাসার অধ্যক্ষ,২জন কলেজের শিক্ষক ও ৫জন আলেমসহ ২২জনকে আসামী করা হয়েছে।

গত নয় বছর ধরে এই মিথ্যা মামলার ঘানি টানতে গিয়ে আমরা নি:শ্ব হয়ে গেছি। বিনা অপরাধে হয়রানীর অভিযোগে পুলিশের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে তারা জানান।