আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

বান্দরবানের দুই উপজেলার নয় ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহন

এইচ এম সম্রাট, বান্দরবান : | প্রকাশের সময় : রবিবার ১৯ ডিসেম্বর ২০২১ ১০:০৭:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও লামা উপজেলার  নব-নির্বাচিত ৯জন ইউপি চেয়ারম্যানের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠকরান।

গত ১১ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বান্দরবানের লামা উপজেলার ৭ ও নাইক্ষ্যংছড়ি উপজেলার ২ ইউনিয়নসহ মোট ৯টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়। 

সরকারি গেজেট প্রকাশের পর রোববার বান্দরবানের জেলা প্রশাসক ৯ ইউপি চেয়ারম্যানকে শপথ গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করেন।

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. লুৎফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল কুদ্দুছ ফরাজী, জেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম, বান্দরবান প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম মনুসহ প্রশাসকের উর্ধতন কর্মকর্তারা।

শপথ গ্রহণ শেষে জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি শপথ গ্রহণকারী চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নির্বাচিত ৯ চেয়ারম্যানই আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ছিলেন।