বান্দরবান পৌরসভার উপ-নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো: শামসুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন।
সোমবার (১৯ জুন) জেলা নির্বাচন কার্যালয়ে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ের পর মেয়র পদে অন্য কোন প্রার্থী না থাকায় মো: শামসুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন।
গত ১৫ এপ্রিল বান্দরবান পৌরসভার মেয়র মো: ইসলাম বেবি মৃত্যুবরণ করেন। এ কারণে নির্বাচন কমিশন গত ১ জুন বান্দরবান পৌরসভার মেয়র পদে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করে। আগামী ১৭ জুলাই বান্দরবান পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার নির্ধারিত তারিখ রয়েছে। তবে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী মো: শামসুল ইসলাম ছাড়া অন্য কোন প্রার্থী না থাকায় তিনি বেসরকারিভাবে মেয়র পদে নির্বাচিত হন। আগামী ২৬ জুন নির্বাচন কমিশন সরকারিভাবে এ বিষয়ে ফলাফল ঘোষণা করবে বলে জেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম জানিয়েছেন।
তিনি জানান, গত ১৮ জুন মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো: শামসুল ইসলাম ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র জমা দেননি। সোমবার মনোনয়নপত্র বাছাইয়ে মো:শামসুল ইসলামের মনোনয়ন পত্র বৈধ বিবেচিত হয়েছে। সে হিসেবে অন্য কোন প্রার্থী না থাকায় মো: শামসুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হয়েছেন।
রাজনৈতিক ভাবে মো: শামসুল ইসলাম বান্দরবান জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমানে বান্দরবান সদর পৌর আ'লীগের সাধারন সম্পাদকের দায়ীত্বে রয়েছেন। বান্দরবান সর্বজনের কাছে একজন ক্লিন ইমেইজের রাজনীতিবিদ ও কর্মী বান্ধব হিসাবে পরিচিত।
এদিকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হওয়ার পর মো:শামসুল ইসলাম সাংবাদিকদের জানান, জনগণের দোয়া ও দলের নেতাকর্মীদের প্রচেষ্টায় এ পর্যায়ে এসেছি। বান্দরবান পৌরসভার অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার পাশাপাশি পৌরবাসীর নাগরিক সুবিধা ও অসুবিধাগুলো চিন্তা করে আগামীতে তিনি সর্বাত্মকভাবে কাজ করে যাবেন।
উল্লেখ্য, বান্দরবান পৌরসভায় ভোটার সংখ্যা ২৯ হাজার ৭২৯। এরমধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ৬০৯ ও নারী ভোটার ১৩ হাজার ১২০জন।