রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া আবাসিক হিন্দু পাড়া সার্বজনীন শ্রী শ্রী মগদ্বেশ্বরী মাতৃমন্দিরের ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুভ উত্তরায়ণ তিথিতে মহতী ধর্মসভা ও অষ্ট প্রহরব্যাপী শ্রী শ্রী অখন্ড হরিনামযঞ্জ ও মহোৎসব সম্পন্ন হয়েছে।
মহোৎসব উপলক্ষে গত ১৪ জানুয়ারি রবিবার বিকালে সংগীত অনুষ্ঠান ও গীতা পাঠ প্রতিযোগিতা এবং সন্ধ্যা ৭ ঘঠিকার সময় মন্দির প্রাঙ্গণে এক মহতী ধর্মসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উৎসব উদযাপন কমিটির সভাপতি প্রিয়লাল দত্ত।
অনুষ্ঠানে প্রধান ধর্মীয় আলোচক ছিলেন,সনাতন ঋষি আশ্রমে অধ্যক্ষ শ্রীমৎ স্বামী সনাতন ঋষি মহারাজ,বিশেষ আলোচক ছিলেন বাঙ্গালহালিয়া জ্যোতিশ্বর বেদান্ত মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অভোদানন্দ গিরি মহারাজ, শ্রী শ্রী মহানাম সংকীর্ত্তনযঞ্জের শুভ অধিবাস পৌরহিত্য করেন কাট্রিহাট ফটিকছড়ির শ্রীশ্রী ১০৮ চৈতন্য দাস মোহন্ত মহারাজ,অধিবাস কীর্তন পরিচালনায় শ্রী শ্রী সনাতন দাস সঞ্জয়।
অনুষ্ঠান পরিদর্শন করেছেন বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আদোমং মারমা,বাঙ্গালহালিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আঃ রহমান,ইউপি সদস্যা বাপ্পী দেব,ইউপি সদস্য শিমুল দাস,মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হারাধন কান্তি দাস,অর্থ সম্পাদক লিটন কান্তি দাস,উৎসব উদযাপন পরিষদের সভাপতি রোপন কর্মকার, সাধারণ সম্পাদক জিকু বসাক,বিশ্বনাথ চৌধুরী,পুলক চৌধুরী,অরুন সেন,পলাশ সেন, সুজিত কুমার কর,আশিষ বিশ্বাস,বিকাশ বিশ্বাস, লিটন দত্ত, অজিত চন্দ্র তালুকদার,নয়ন চৌধুরী,জগদীশ দেবনাথ পুজন,সংবাদিক হারাধন কর্মকার,সাংবাদিক মিন্টু কান্তি নাথ সহ এলাকার সনাতনী নারী-পুরুষ ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।সোমবার দ্বিপ্রহরে শ্রী শ্রী মায়ের পূজা ও ভোগ নিবেদন শেষে আনন্দ বাজারে অন্নপ্রসাদ আস্বাদন করা হয়। উৎসবে মহাপ্রসাদ নিতে আশা ভক্তরা আনন্দ বাজারে অন্নপ্রসাদ আস্বাদন করেন।