আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

পুরোদমে শান্ত নাইক্ষ‍্যংছড়ি-মিয়ানমার সীমান্ত

মোঃ ইফসান খান ইমন নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ২৪ নভেম্বর ২০২২ ০৬:৩৯:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 

নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্ত দিয়ে গত তিনদিন ধরে একেবারে শান্ত রয়েছে মিয়ানমারের ভিতর থেকে আসেনি কোন বিস্ফোরণের বিকট শব্দ। গত ৯৮দিন ধরে মিয়ানমারের ভিতর থেকে শান্ত, সে দেশের সেনাবাহিনীর সঙ্গে অভ্যন্তরীণ দ্বন্দ্বে জড়িয়ে পড়া আরকান আর্মির মধ্যে চলা বহু প্রকার গোলাবারুদের তুমুল বেগের আওয়াজ বাংলাদেশের অভ্যন্তরে এসে মানুষের মনে সৃষ্টি করেছে আতঙ্ক,বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতি থেকে মানুষের মন এখন খুশিতে উদ্বেলিত। ঘুমধুমের ৩নং ওয়ার্ডের তমব্রু এলাকার ইউপি সদস্য মোঃ আলমের সঙ্গে কথা হলে তিনি জানান,তাদের এলাকার ৩৪,৩৫ সীমানা পিলার দিয়ে অন্যান্য পিলারের চাইতে সব থেকে বেশি আসতো বিভিন্ন বিস্ফোরিত শব্দ এবং মিয়ানমার সেনাবাহিনীর ব্যবহারিত যুদ্ধবিমান এবং ফাইটার হেলিকপ্টার সীমান্তের কাছাকাছি এসে মহড়া দিয়ে এলাকা জুড়ে ভয়াবহ আতঙ্ক সৃষ্টি করতো। গত ১৩ দিন পর্যন্ত তেমন কোন গোলাবারুদ বিস্ফোরণের আওয়াজ তমব্রু এলাকাতে আসছে না,এতে করে মানুষ এখন স্বাভাবিক জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে পড়েছে তমব্রুর বাজারের স্থানীয় ব্যবসায়ী মুহাম্মদ সরওয়ার জানান নিশ্চিন্তে নির্বিঘ্নে আমরা এখন দৈনন্দিন কর্মকান্ডে ব্যস্ত হয়েছি উক্ত ভয়ংকর পরিস্থিতি থেকে নিস্তার পাওয়ায় তিনি আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করেন। নাইক্ষ্যংছড়ির সদরের ৮নং ওয়ার্ডের সীমান্তের কাছাকাছি বসবাসকারী মোঃ রহমান জানান তাদের এরিয়ার সীমানা পিলার ৪৫,৪৬ গত তিনদিন পযর্ন্ত ঠান্ডা পরিস্থিতি বিরাজমান নেই কোন ফোঁটা ফুটির আওয়াজ বা ল্যান্ড মাইনের শব্দ। এতে মানুষ কিছুটা ভয় কাটিয়ে এখন স্বস্তিতে রয়েছে।