ছোট বড় অসংখ্য পাহাড়, টিলা আর গিরিপথ নিয়ে গড়ে ওঠা প্রকৃতির এক অপরূপ সৃষ্টি কাপ্তাই লেক। যার সৌন্দর্য লিখে বা বলে বোঝানো সম্ভব নয়।
এখানে বেড়াতে আসা দর্শনার্থীদের চোখে-মুখে উচ্ছ্বাস, থাকছে উল্লাসের ছাপ। রাঙামাটির কাপ্তাই লেকের ছবি তুলেছেন মোস্তাফিজুর রহমান নাসিম।
কাপ্তাই লেকের বুকে ছোট্ট একটি শহর রাঙামাটি। সর্বত্রই রয়েছে নানা বৈচিত্র্যের ভাণ্ডার
ক্ষণে ক্ষণে বদলায় সেই প্রকৃতির রঙ ও রূপ হয়ে ওঠে আরও মোহনীয়-মায়াময়
প্রায় ১৭২২ বর্গ কিলোমিটার আয়তনের কাপ্তাই লেকের স্বচ্ছ পানি আর বাঁকে বাঁকে পাহাড়ের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে
পাহাড়, লেক এবং একই সঙ্গে মেঘের ভেলা দেখতে শীতকালেই পর্যটকদের ঢল নামে কাপ্তাই লেকে। এই শীতে ঘুরে আসতে পারেন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা কাপ্তাই লেক।