আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ি ৪৮ নাম্বার সীমান্ত পিলার দিয়ে আসা,বিদেশী ৫গরু আটক

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১৯ অক্টোবর ২০২৩ ১১:৪০:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

বৃহস্পতিবার ১১ বিজিবি কর্তৃক মালিকবিহীন ৫টি বার্মিজ গরু আটক করা হয়েছে।

বৃহস্পতিবার ১৯ অক্টোবর ভোর  ৫টার সময় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবির অধীনস্থ ফুলতলী বিওপির নিয়মিত  টহলদল কর্তৃক বিওপি হতে ১.৫ কিঃ মিঃ পূর্ব দিকে এবং সীমান্ত মেইন পিলার ৪৭ এর শুন্য লাইন হতে পশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে আকাশমনি বাগান নামক স্থান হতে মালিকবিহীন ৫টি  বার্মিজ গরু আটক করা হয়। 

আটককৃত গরুর আনুমানিক

বাজার দাম ৫ লক্ষ টাকা বলে দারণা করা হচ্ছে।

আটককৃত গরু নিলাম কার্যক্রমের জন্য বিওপির হেফাজতে রয়েছে বলে জানা যায়।

উল্লেখ্য নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকা জুড়ে চোরাচালান প্রতিরোধে দিন রাত সমানভাবে  কাজ করে যাচ্ছে বিজিবি সদস্যরা, এমন তথ্য সীমান্তের কাছাকাছি বসবাসকারী অনেকেই সাংবাদিকদের জানিয়েন। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব‍্যাক্তি জানান ৪৮ সীমান্ত পিলারের জিরো লাইনে বসে মিয়ানমার থেকে আসা অবৈধ গরু প্রতি ৩০০শ টাকা করে চাদা নিচ্ছেন স্থানীয় এবং পাশ্ববর্তী কচ্ছপিয়া এলাকার মোট  ৮ জনের একটি সিন্ডিকেট   সদস্যরা।