আজ শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ৪ঠা আশ্বিন ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারে প্রচারের সময় বিভিন্ন মালামাল আটক

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি : | প্রকাশের সময় : বুধবার ১৮ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৪৪:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ‍্যংছড়ি উপজেলার ঘুমধুম বিওপি'র বিশেষ টহল দল কর্তৃক মিয়ানমারে পাচারের সময় মালিক বিহীন বিভিন্ন মালামাল আটক করা করা হয়েছে।

বুধবার  ১৮ সেপ্টেম্বর   ভোরে  ঘুমধুম বিওপি থেকে আনুমানিক এক কিঃ মিঃ দক্ষিণ-পূর্বে সীমান্ত পিলার-৩২ থেকে  উত্তর দিকে বাংলাদেশের অভ্যন্তরে আমবাগান নামক স্থান দিয়ে মিয়ানমারের পাচারের সময়

ঘুমধুম বিওপি'র বিশেষ টহল দল কর্তৃক মালিক বিহীন বাংলাদেশী বিভিন্ন প্রকার মালামাল আটক করে। আটক করা মালামালেল মধ্যে রয়েছে, আপ্যায়ন গোল্ড পাম ওয়েল ১২০ লিটার, ডিভাইন ফ্রুটি জুস (২৫০ml) ১২০ বোতল, অকটেন ৬৪ লিটার,পটেটো চিপস ২,৪০০ প্যাকেট, প্রান পানি ৪০ লিটার আটক করা হয়েছে বলে জানা যায়। আটককৃত মালামাল বিওপি'র হেফাজতে রয়েছে এবং পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়। উল্লেখ্য নাইক্ষ‍্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে স্থানীয় চোরাকারবারিরা অধিক মুনাফার লোভে বাংলাদেশী বিভিন্ন পণ্য সামগ্রী মিয়ানমারে পাচার করতে মরিয়া হয়ে উঠেছে। উক্ত এলাকায় সীমান্ত সুরক্ষায় নিয়োজিত কক্সবাজার ৩৪ বিজিবির জোয়ানেরা কঠোর ভাবে তাদের দায়িত্ব পালন করে আসছে যার ফলশ্রুতিতে প্রায় সময় আটক হচ্ছে বিভিন্ন মাদকদ্রব্য সহ হরেক রকম মালামাল, সীমান্ত এলাকার বাসিন্দারা স্থানীয় বিজিবি সদস্যদের এমন তৎপরতাকে ধন্যবাদ জানিয়েছেন।