নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম বিওপি'র বিশেষ টহল দল কর্তৃক মিয়ানমারে পাচারের সময় মালিক বিহীন বাংলাদেশী বিভিন্ন ধরনের মালামাল আটক করা করা হয়েছে।
২৫ সেপ্টেম্বর বুধবার বিকেলে নাইক্ষ্যংছড়ি'র আওতাধীন ঘুমধুম বিওপি'র দায়িত্বপূর্ণ এলাকা উওর-পশ্চিম দিকে আমবাগান নামক স্থান দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পাচারের সময় ঘুমধুম বিওপি'র বিশেষ টহল দল কর্তৃক মালিক বিহীন বাংলাদেশী হরেক প্রকার মালামাল আটক করা হয়।যার মধ্যে রয়েছে, অকটেন ৪০ লিটার, আপ্যায়ন গোল্ড পামওয়েল ১৬০ লিটার, প্রান পানি (১ লিঃ) ২৯ বোতল, পটেটো চিপস ৮০০ প্যাকেট, ইউরিয়া সার ৫০ কেজি, ডিম ২৯০ টি, টেস্টিং সল্ট ৫০ কেজি, স্পিড ১২০ বোতল আটক করা হয়েছে বলে জানা যায়। আটককৃত মালামাল বালুখালী কাস্টমসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা যায়। উল্লেখ্য,নাইক্ষ্যংছড়ি -মিয়ানমার সীমান্ত এলাকার সব জায়গাতে চোরাচালান প্রতিরোধে বিজিবি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। বিজিবি সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন ভবিষ্যতেও এধরনের অভিযান আরো জোরদার করা হবে। সীমান্ত লাগুয়া বসবাসকারী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, সীমান্ত সুরক্ষায় নিয়োজিত বিজিবি সদস্যদের এমন অভিযানে আমরা আনন্দিত এমন অভিযান চলমান থাকুক।