আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত দিয়ে বিস্ফোরিত শব্দ

মোঃ ইফসান খান ইমন নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : সোমবার ১৯ ডিসেম্বর ২০২২ ১০:২৭:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 

মাইন বিস্ফোরণেরন শব্দ এবং হতাহতের ঘটনা নিত্য দিনের ব্যাপার হয়ে দাড়িয়েছে সীমান্ত ঘেঁষে থাকা মানুষের মাঝে। সুত্রে জানা যায় সোমবার রাত ৯টা ২০ মিনিটের সময় নাইক্ষ্যংছড়ি সদরের আওতাধীন ৪৩,৪৪ সীমান্ত পিলারের জারুলিয়াছড়ি দিয়ে একটি বিকট শব্দের মাইন বিস্ফোরণের শব্দ মিয়ানমারের সামান্য ভিতর থেকে নাইক্ষ্যংছড়ির কিছুটা অভ্যন্তরে এসে সাময়িক আতঙ্ক সৃষ্টি করে কাপিয়েছে জনপদ। এলাকার স্থানীয় লোকজনের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, রাতের আধারে সীমান্ত সংশ্লিষ্ট বিজিবির চোখকে ফাঁকি দিয়ে মিয়ানমার অভ্যন্তরে গরু এবং মাদক চোরাচালান করতে গিয়ে চোরাচালানে সংশ্লিষ্টরা মিয়ানমার সীমান্তে পুতে রাখা মাইন বিস্ফোরণের কারণে নিহত এবং আহত হচ্ছেন অহরহ।