গোপন তথ্যের ভিওিতে আসামিবিহীন বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও ক্রিস্টাল মেথ আইস আটক করা করা হয় ১৬ আগস্ট শুক্রবার গভীররাতে
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের রেজুপাড়া বিওপির অধীনস্থ এলাকা থেকে।জানা যায় কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি)বার্মিজ ইয়াবা ট্যাবলেট ৮০ হাজার পিস
বার্মিজ ক্রিস্টাল মেথ আইস ২ কেজি আটক করতে সক্ষম হন। যার আনুমানিক বাজার মুল্য বার কোটি চল্লিশ লক্ষ টাকা।
বিজিবি সুত্রে জানা যায়,গোপন খবরের ভিত্তিতে কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্ণেল আব্দুল্লাহ আল মাশরুকী পিএসসি,এসি এর নেতৃত্বে রেজুপাড়া বিওপির বিশেষ টহল দল কর্তৃক বিওপি থেকে পূর্ব দিকে এবং মেইন সীমান্ত পিলার ৪১ থেকে ৩ কিঃমিঃপশ্চিম দিকে বাংলাদেশের অভ্যন্তরে ফুটেরঝিরি এলাকায় দুই পাহাড়ের মধ্যবর্তী স্হানের ফাত্রাঝিরি ; ইউনিয়নের ৩নং ওয়ার্ড থেকে ৮ কাট বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও বার্মিজ ক্রিস্টাল মেথ আইস ২ কেজি আটক করা হয়। আটককৃত বার্মিজ ইয়াবা ট্যাবলেট ও ক্রিস্টল মেথ আইস ধ্বংসের জন্য ব্যাটালিয়ান সদরে জমা করার কার্যক্রম চলছে। উল্লেখ্য,সম্প্রতি কক্সবাজার ৩৪ বিজিবির অধীনস্থ ঘুমধুম ইউনিয়নের বিভিন্ন সীমান্ত এলাকার বিজিবির বিওপির সদস্যরা সীমান্ত সুরক্ষার পাশাপাশি,আবৈধ অনুপ্রবেশ এবং বিভিন্ন প্রকার মাদকদ্রব্য সীমান্ত পেরিয়ে বাংলাদেশের ভিতরে যাতে প্রবেশ করতে না পারে সে বিষয়ে কঠোরভাবে তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে দিন রাত সমানভাবে। তারই ফলশ্রুতিতে প্রায় সময় আটক হচ্ছে কোটি কোটি টাকার বিভিন্ন প্রকারের মাদকের চালান।