আজ শুক্রবার ২২ নভেম্বর ২০২৪, ৮ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত এলাকায় সন্ধ্যায় ৫ মর্টারশেল বিস্ফোরণের বিকট শব্দ

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি : | প্রকাশের সময় : মঙ্গলবার ৩ সেপ্টেম্বর ২০২৪ ০৯:৪৪:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

৩ সেপ্টেম্বর মঙ্গলবার সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটের সময় নাইক্ষ‍্যংছড়ি-মিয়ানমার সীমান্ত এলাকার ৪৪/৪৫ নাম্বার সীমান্ত পিলারের মধ্যবর্তী জায়গা দিয়ে থেমে থেমে ৫ টি মর্টারশেল বিস্ফোরণের বিকট শব্দ নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত এলাকার প্রায় আধা কিলোমিটার ভিতরে শুনা আসে বলে জানান,সীমান্তের কাছাকাছি বসবাসকারী মোঃ বাবুল আলম। এলাকাবাসী সুত্রে জানা যায়, এই মর্টারশেল বিস্ফোরণের এমন শব্দ মাঝখানে আনেক দিন শুনা আসেনি তাদের সীমান্ত এলাকায় হটাৎ করে আবারও শুনা আসলো মর্টারশেল বিস্ফোরণের বিকট শব্দ।নাইক্ষ‍্যংছড়ি -মিয়ানমার সীমান্ত এলাকার প্রায় ৬৩ কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে,যা এখন মিয়ানমার অংশের ভিতরে থাকা আরকান আর্মির দখলে রয়েছে। ধারণা করা হচ্ছে, মিয়ানমার সীমান্ত এলাকার অংশে চলতি সময় জান্তা সরকার সমর্থীত আরো একটি বিদ্রোহী সংঘটন সৃষ্টি হয়েছে সম্ভবত তারাই আরকান আর্মির উপর হামলা করার চেষ্টা করার ফলে বিভিন্ন গোলাবারুদ বিস্ফোরণের আওয়াজ নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত এলাকায় আসে।