নাইক্ষ্যংছড়ি সীমান্তে মিয়ানমারের অভ্যন্তর থেকে ৩ রাউন্ড গুলি বিস্ফোরণের আওয়াজ এসেছে।
শনিবার ২১ অক্টোবর আনুমানিক সকাল ৬টা ২০ মিনিটের সময় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি) এর অধীনস্থ নিকুছড়ি বিওপি থেকে পূর্ব-দক্ষিন দিকে এবং সীমান্ত পিলার ৪৩/৪৪ এর শুন্য লাইন হতে আনুমানিক ২কিঃমিঃ উত্তর-পুর্ব দিকে মায়ানমারের অভ্যন্তরে অবস্থিত ২বিজিপির পুরানমাইজা ক্যাম্প এলাকা থেকে ৩ রাউন্ড ফায়ারের শব্দ শোনা গেছে বলে সীমান্তের কাছাকাছি বসবাসকারী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়।
উল্লেখ্য গত প্রায় ৮ মাস ধরে উক্ত সীমান্ত এলাকা দিয়ে গুলি এবং স্থল মাইন বিস্ফোরণের আওয়াজ আসেনি বাংলাদেশের অভ্যন্তরে,শনিবার ভোরে হটাৎ করে গুলি ফোটার শব্দ বাংলাদেশের অভ্যন্তরে আসাতে সামান্য ভয় কাজ করছে বলে ঐ এলাকার স্থায়ী বাসিন্দা মোঃ আইয়ুব জানান।