আজ রবিবার ২৪ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ি সীমান্ত এলাকায় পরপর তিনটি বড় বিস্ফোরণের শব্দ এল মিয়ানমার থেকে

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪ ০৭:৫৯:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ‍্যংছড়ি-মিয়ানমার সীমান্ত এলাকার ৪৭ এবং ৪৮ নং সীমান্ত পিলারের মধ্যবর্তী জায়গা দিয়ে ২১ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টা ১৮ মিনিটের সময় মিয়ানমারের ভিতর থেকে পরপর ৩টি বড় ধরনের বিস্ফোরণের আওয়াজ  উল্লেখিত সীমান্ত পিলার এলাকা দিয়ে নাইক্ষ‍্যংছড়ি সীমান্তের কিছুটা অভ‍্যন্তর‍ে শুনা যায়। সীমান্ত এলাকার কাছে বসবাসকারী মোঃ আলম,মোঃ রহমান, ধারণা করে বলেন, বিস্ফোরণের বড় আওয়াজ যখন শুনতে পান তখন তারা তাদের সীমান্তের কাছাকাছি থাকা গাছ বাগানে পরিচর্যার কাজ করছিল। তারা আরো জানান সম্ভবত মিয়ানমারের অভ্যন্তরের চেংছড়ি নামক জায়গা থেকে এসেছে আওয়াজ গুলো ? উল্লেখ্য বিগত কয়েক বছর আগে থেকে চলতি সময় পর্যন্ত মিয়ানমার অভ্যন্তরে সরকারি বাহিনী বনাম বিদ্রোহী সশস্ত্র আরকান আর্মির সঙ্গে আধিপত্যের তুমুল লড়াই চলে আসছে। এরই ধারাবাহিকতাই শনিবার ২১ সেপ্টেম্বর সকালে যে বিস্ফোরণের শব্দগুলো সীমান্ত এলাকায় এসেছে তা হয়ত তাদের মাঝে চলে আসা সংঘর্ষে ব্যবহারিত বিধ্বংসী কোন উচ্চ ক্ষমতা সম্পন্ন গোলাবারুদের হবে।