আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণের আওয়াজ

মোঃ ইফসান খান ইমন নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : রবিবার ২০ নভেম্বর ২০২২ ০৭:২১:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 

নাইক্ষ্যংছড়ি-মিয়ানমার সীমান্তের ৪৭নং পিলার দিয়ে শনিবার রাত ১১টা ৩০ মিনিটের সময় ১টি এবং ভোর ৪টা ৩০ মিনিটের সময় আরো একটি মাইন বিস্ফোরণের বড় আওয়াজ মিয়ানমার অভ্যন্তর থেকে বাংলাদেশের আধা কিলোমিটার ভিতরে এসে রাতের জামছড়ি ও জারুলিয়া ছড়িতে ঘুমরত মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়েছে। গত কয়েক দিন ধরে মিয়ানমার-নাইক্ষ্যংছড়ির সীমান্তের ঘুমধুম হতে দৌছড়ি ইউনিয়নের পাইনছড়ি পযর্ন্ত শান্ত পরিবেশ বিরাজ করলেও চাকঢালা থেকে জামছড়ি,জারুলিয়াছড়ি পযর্ন্ত ৪৪,৪৫,৪৬,৪৭ পিলার দিয়ে প্রায় আসছে বিভিন্ন গোলাবারুদ বিস্ফোরণের বিকট শব্দের আওয়াজ এতে করে উল্লেখিত এলাকার সীমান্তবর্তী সাধারণ মানুষ রয়েছেন আতঙ্কে। স্থানীয় বাসিন্দা মোঃ ফরিদ উল্লাহ জানান,আমরা যারা সীমান্তের কাছাকাছি থাকি ভয় কাজ করে আমাদের মনে,যে ভাবে মিয়ানমার থেকে বিস্ফোরণের শব্দ এসে এলাকায় কাপন সৃষ্টি করছে, ভুলবশত ঘরে বা পাড়ায় এসে পড়ে তখন কি অবস্থা হবে আমাদের তা ভেবেই দুশ্চিন্তা হচ্ছে মনে। জামছড়ির এলাকার জাকারিয়া বলেন, মিয়ানমার সীমানার কাছাকাছি, সে দেশের সেনাবাহিনী কর্তৃক বসানো এই মাইন বিস্ফোরণে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ভাবে চোরাচালান কাজে যারা জড়িত তারা,বিগত কয়েক মাসের ভিতরে যারা মাইন বিস্ফোরণ হতাহত হয়েছেন তাদের প্রায় জন চোরাকারবারি।