আজ মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১২ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ি সীমান্তে বিস্ফোরণের আওয়াজে কেঁপে উঠলো মাটি

মোঃ ইফসান খান ইমন নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : বৃহস্পতিবার ১০ নভেম্বর ২০২২ ১১:২১:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

 

নাইক্ষ্যংছড়ির অভ্যন্তরের প্রায় আধা কিলোমিটারের মাটি কেপেছে মাইন বিস্ফোরণের শব্দে,এই তুমুল বেগের শব্দ গুলো এসেছে মিয়ানমারের সামান্য ভিতর থেকে। বাংলাদেশের পাশ্ববর্তী দেশ মিয়ানমারের ভিতরে চলছে তাদের অভ্যন্তরীণ কোন্দল সেক্ষেত্রে তাদের ভিতরে প্রতিদিন চলছে মিয়ানমার সেনাবাহিনী এবং সে দেশের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন আরকান আর্মির মাঝে আধিপত্য নিয়ে লড়াই এ লড়াইয়ে তাদের ব্যবহারিত বিভিন্ন গোলাবারুদের বিস্ফোরণের শব্দে কেঁপে উঠে বাংলাদেশের অভ্যন্তরের সীমান্ত জনপদের কিছু কিছু জায়গা। এ নিয়ে বাংলাদেশের সীমান্তবর্তী হাজার হাজার মানুষ রয়েছে চরম আতঙ্কে,চলে আসা এ সংঘর্ষ প্রায় তিন মাস হতে চলছে এই সংঘর্ষ থামার কোন লক্ষণ দৃশ্যমান নয় বলে জানিয়েছেন সীমান্তের কাছাকাছি বসবাসরত অনেকেই। প্রতিদিন নাইক্ষ্যংছড়ির ঘুমধুম থেকে দুছড়ি ইউনিয়নের ৫০ সীমান্ত পিলার পাইনছড়ি পর্যন্ত কোন না কোন সীমান্ত পিলারের মাঝ দিয়ে আসছে বিস্ফোরণের শব্দ এবং গোলাগুলির আওয়াজ, আবার মাঝে মাঝে মিয়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টার এবং যুদ্ধবিমান সেদেশের কিছুটা অভ্যন্তরে থেকে সীমান্তের কাছাকাছি মহড়া দিয়ে বেড়ায় দিনে এবং গভীর রাতে। এ নিয়ে গভীরভাবে চিন্তায় আছেন হাজারো মানুষ, নাইক্ষ্যংছড়ি সদরের আওতাধীন ৮নং জামছড়ির রহমান জানান বৃহস্পতিবার সকাল ৭টা ৫৯ মিনিটের সময় ৪৫,৪৬ মাঝখান দিয়ে পুরান ঘাটি হিসাবে পরিচিত জায়গা দিয়ে বিকট শব্দের মাইন বিস্ফোরিত একটি শব্দ আসে এবং বিকেল চারটার সময় ৪৪,পিলার দিয়ে একটি এবং ৪৬,৪৭ দিয়ে একটি সহ মোট তিনি টি, বিকট আওয়াজে তাদের এলাকায় কয়েক মুহূর্তের জন্য কাপন সৃষ্টি করে,এতে মানুষের মনে ভয়ের দাগ কেটেছে। অন্যদিকে সীমান্তের অন্য সব সীমানা পিলার দিয়ে সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত ফোটাফুটির শব্দ আসেনি বলে জানিয়েছেন,মোঃ করিম,আব্দু সাত্তার,কামাল, সরোয়ার,বাবুল সহ অনেকেই।