শোক দিবসে ১১ বিজিবির ব্যতিক্রমধর্মী উদ্যোগ :৪শ হতদরিদ্রদের খাদ্য-ফ্রি চিকিৎসা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী উপলক্ষে
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ৯ টার সময় ১১ বিজিবি ব্যতিক্রমধর্মী কর্মসূচি পালন করেছে। এতে শতাধিক গরীব-দুস্থদের মাঝে চাল,ডাল, তৈলসহ ৭ প্রকারের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
দিবসের শুরুতে সকাল ৯ টায় শতাধিক হতদরিদ্রদের খাদ্য সাসগ্রী বিতরণ করেন।
বেলা সাড়ে ১০ টায় শুরু করেন ফ্রি চিকিৎসা সেবা।
উপজেলার সীমান্তবর্তী চাকঢালা উচ্চ বিদ্যালয় মাঠে তিন শত ২০জন গরীব সীমান্তবাসীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান তথা বিনামূল্যে ঔষধ বিতরণ করে ১১বিজিবি।
চিকিৎসা গ্রহণকারী আনোয়ার বলেন, চিকিৎসা সেবা বঞ্চিত চাকঢালার মানুষ বিজিবির এ উদ্যোগকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এভাবে এ ক্যম্পে চিকিৎসা নিতে আসা অনেকেই এমন প্রতিক্রিয়া জানান।
এ সব মানবিক সহায়তার ব্যবস্থাপনা ও তত্বাবধায়ক ১১বিজিবি'র অধিনায়ক ও জোন কমন্ডার লেঃ কর্ণেল সাহল আহমেদ নোবেল,এসি । এ সময় তিনি বলেন, জাতীয় শোক দিবসে জাতির জনকের আত্মার শান্তির জন্যে বিজিবি এ আয়োজন করেন।
এভাবে রাষ্ট্রিয় প্রতিটি কর্মসূচি পালনে বিজিবি সক্রিয় রয়েছে।
এ সময় অন্যান্যদের মাঝে ছিলেন,১১ বিজিবি' উপ-অধিনায়ক মেজর মহিউদ্দিন,এডজুটেন্ট ক্যাপ্টেন রাফি-উস হাসান।