আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ি বিজিবির পৃথক দুই অভিযানে,৮ গরু এবং ৮২৪ কেজি সুপারি আটক

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি : | প্রকাশের সময় : বুধবার ১৮ অক্টোবর ২০২৩ ১০:০৬:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ‍্যংছড়ি ১১ বিজিবি কর্তৃক মালিক বিহীন ৮২৪ কেজি বার্মিজ সুপারি আটক করা  হয়েছে।

বুধবার ১৮ অক্টোবর বিকেল  ৩টার সময় নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি'র বিশেষ টহলদল কর্তৃক ব্যাটালিয়ন হতে ৩ কি.মি. পূর্ব দিকে রামু উপজেলার গর্জনিয়া বাজার থেকে মালিক বিহীন ৮২৪ কেজি মিয়ানমার থেকে অবৈধভাবে আসা সুপারি আটক করা হয়। 

যার  আনুমানিক বাজার মুল‍্য

চার লক্ষ বার হাজার টাকা বলে জানা যায়।

আটককৃত সুপারি পরবর্তী নিলাম কার্যক্রমের জন্য নাইক্ষ‍্যংছড়ি ব্যাটালিয়ন সদরের হেফাজতে রয়েছে।

অপর দিকে নাইক্ষ‍্যংছড়ি ১১ ব‍্যাটালিয়নের অধীনস্থ তিরের ডিব্বা থেকে ১৮ অক্টোবর বিকেলে ক‍্যাম্প কমান্ডার সুবেদার মোসলেম উদ্দিনের এর নেতৃত্বে বিশেষ টহলদল ক‍্যাম্প হতে ৫ কিলোমিটার দক্ষিণ দিক থেকে সাপের ঘাটা নামক জায়গা থেকে মালিকবিহীন ৮টি মিয়ানমার থেকে চোরাই পথে আসা গরু আটক করা হয় বলে সুত্রে জানা যায়, আটক ক্রিত গরু গুলোর আনুমানিক বাজার মুল‍্য ৮ লক্ষ আশি হাজার টাকা বলে জানা গেছে।

উল্লেখ্য নাইক্ষ‍্যংছড়ি বিজিবির দায়িত্ব পূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে ব‍্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছেন বলে সীমান্তের কাছাকাছি বসবাসকারী অনেকেই জানিয়েছেন স্থানীয় সংবাদ কর্মিদের কাছে।