আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ি বিজিবির অভিযানে,অবৈধ পথে আসা গরু এবং মহিষ আটক

মোঃ ইফসান খান ইমন, নাইক্ষ‍্যংছড়ি: | প্রকাশের সময় : শুক্রবার ৮ সেপ্টেম্বর ২০২৩ ১০:০৬:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

৮ সেপ্টম্বর শুক্রবার সকাল ৮টা ৩০মিনিটের সময় নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের ১১ বিজিবি এর টহল কমান্ডার  হাবিলদার মোঃ নুরুল ইসলাম এর নেতৃত্বে নিয়মিত টহল দল কর্তৃক ব্যাটালিয়ন সদর হতে ৩ কি.মি. উত্তর দিকে বাংলাদেশের অভ্যন্তরে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের কেয়াজুর বিল থেকে মালিক বিহীন অবস্থায় ২ টি বার্মিজ গরু এবং ২ টি মহিষ আটক করা হয়। 

যার আনুমানিক বাজার দাম প্রায় ৫ লক্ষ টাকা বলে জানা যায়।

আটককৃত গরু ও মহিষ পরবর্তী নিলাম কার্যক্রমের জন্য নাইক্ষ‍্যংছড়ি ব্যাটালিয়ন সদরের হেফাজতে রয়েছে। উল্লেখ্য গত প্রায় ৯ মাস পযর্ন্ত পাশ্ববর্তী মিয়ানমার থেকে অবৈধভাবে হাজার হাজার রাজস্ব বিহীন গরু মহিষ চোরাচালানে জড়িতরা বাংলাদেশের অভ‍্যন্তরে এনে বিভিন্ন চোরাই প্রথা অবলম্বন করে প্রশাসনের চোখকে ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন জায়গায় পাচার করছে।মিয়ানমার থেকে অবৈধ গরু মহিষ আসাতে স্থানীয় গরু মহিষ  খামারীরা দারুণ ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন,মিয়ানমারের গরু মহিষের প্রভাবে বিক্রি কমে গিয়েছে দেশীয় খামারে বেড়ে ওঠা ছোট আকৃতির গরু মহিষের।