নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক মালিক বিহীন ৩৭ টি বার্মিজ গরু উদ্ধার করা হয়েছে।
সোমবার ১৫ জানুয়ারি সন্ধ্যা ৬টার সময় নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়া এবং পুলিশ ও আনসারের সহযোগিতায় উপজেলা সদর থেকে দক্ষিণে উপজেলা পরিষদ চত্বর সংলগ্ন রাস্তা হতে মিনি ট্রাকসহ মোট মালিক বিহীন ৩৭ টি বার্মিজ গরু আটক করা হয়। সন্ধ্যা ৭টার সময় আটককৃত গরু গুলো নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানাগেছে।
উল্লেখ্য উদ্ধারকৃত গরু গুলো নাইক্ষ্যংছড়ি থানা হেফাজতে এবং সংশ্লিষ্ট আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন ।
আটক গরু গুলো কয়েকজন গরু ব্যবসায়ী পার্শ্ববর্তী রামু থানাধীন গর্জনিয়া গরু বাজার ও পাড়া হতে মায়ানমার হতে আনীত অবৈধ বার্মিজ গরু গুলো ক্রয় করে নেওয়ার পথে উপরোক্ত রাস্তা থেকে আটক করে থানায় হস্তান্তর করে।