সম্প্রতি অতি বৃষ্টির কারণে বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের সীমান্ত এলাকার কয়েকটি ওয়ার্ড মিলে ৪, ৫,৭ও ৮ নং,ওয়ার্ডে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে শনিবার ভোর থেকে। নাইক্ষ্যংছড়ি চাক হেডম্যান পাড়াস্হ খালেদা বাপের ব্রীজ সংলগ্ন এলাকায় কৃষি জমির উপর দিয়ে যাওয়া পরপর ৫ টি বৈদ্যুতিক খুঁটি হেলে পড়ে। এই রিপোর্ট লেখা কালীন সন্ধ্যা ছয়টা পযর্ন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছিল
উল্লেখিত এলাকায়।
নাইক্ষ্যংছড়ি বিদ্যুৎ সরবরাহ অফিস, চাক হ্যাডম্যান পাড়া থেকে দূর্ঘটনা এড়াতে মোট ৫ ওয়ার্ডে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে, বিদ্যুতিক খাম্বা ঠিক না হওয়া পর্যন্ত। আমতলি ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ফরিদ বলেন, তাদের এলাকা এবং পার্শ্ববর্তী আরও কয়েকটি ওয়ার্ডে বিদ্যুৎ সেবা না থাকার কারণে চরম দুর্ভোগে পড়েছেন, মানুষের বিদ্যুৎ সংশ্লিষ্ট যাবতীয় জিনিস অকেজো হয়ে আছে,নষ্ট হয়ে যাচ্ছে ফ্রিজে সংরক্ষিত বিভিন্ন ধরণের মাছ-মাংস। জামছড়ি এলাকার ইউপি সদস্য মোঃ ছাবের জানান,সকাল থেকে বিদ্যুৎ সরবরাহ না থাকাতে সমস্যায় পড়েছে তার সীমান্ত এলাকার অনেক মানুষ।