আজ সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১১ই অগ্রহায়ণ ১৪৩১

নাইক্ষ‍্যংছড়ির মোক্কুট টিলা থেকে নিখোঁজ গরু টানা শ্রমিকের লাশ উদ্ধার

মোঃ ইফসান খান ইমন নাইক্ষ‍্যংছড়ি : | প্রকাশের সময় : শনিবার ২৬ অগাস্ট ২০২৩ ১০:২২:০০ অপরাহ্ন | পার্বত্য চট্টগ্রাম

নাইক্ষ‍্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের বাইশপাড়ী এলাকার মুক্কুাট টিলার পূর্ব পাশের সীমান্ত খালের পাহাড়ি ঢলের পানির স্রোতে ভেসে যাওয়া নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।

নিখোঁজ ব্যক্তি নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের ঘোনার পাড়া উলুবুনিয়া গ্রামের মৃত আবু শাহমার ছেলে দেলোয়ার হোসেন (৩৫)।  সে পেশায় শ্রমিক ছিলো।

ঘটনার সময়  মিয়ানমারের চোরাই গরু আনতে যায়।

শনিবার (২৬ আগস্ট) সকাল সোয়া ১০ টায়  নিখোঁজ হওয়া ব্যক্তির লাশটি খালের কুমে ডুব দিয়ে বের করে আনে তার স্বজনরা। 

উদ্ধারের পর পর পার্শ্ববর্তী ককসবাজারের উখিয়া উপজেলার ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্হলে এসে নিহতের লাশটি স্হানীয় ঘুমধুম ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন।

পরে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা  লাশটি সুরত হাল করেন।বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ ওসি টান্টু সাহা। তিনি বলেন শুক্রবার (২৫ আগষ্ট) দুপুরে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়।

স্থানীয় লোকজন জানান শুক্রবার নামাজের পর সীমান্ত খালের ওপারে মিয়ানমার থেকে চোরাই পথের গরু নিয়ে নিয়ে বাংলাদেশে আসার পথে তুমব্রু সীমান্ত খাল পর হওয়ার সময় পাহাড়ি ঢলের স্রোতে ভেসে যায় সে। পরে তাকে উদ্ধার করার জন্য স্থানীয় লোকজন, পুলিশ, ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ সময় চেষ্টা চালিয়েও  ব্যর্থ হয় শুক্রবার সন্ধ্যা নাগাদ । অবশেষে ২১ ঘন্টা পর ২৬ আগষ্ট সকালে তাকে উদ্বার করা হয়।