নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ ভালুকিয়া পাড়ায় ধর্মজ্যোতি বৌদ্ধ বিহারের নব নির্মিত বিহার উৎসর্গ ও সীমাঘর প্রতিষ্ঠা-২৩ ইং অনুষ্ঠিত হয়েছে। ঘুমধুমের রেজুপাড়া বিওপি হতে ৪ কিঃমিঃ পশ্চিমে ঘুমধুম ইউপিস্হ ৯নং ওয়ার্ডের ভালুকিয়া পাড়ায় ২(দুই) দিন ব্যাপী ভালুকিয়া পাড়ায় ঐতিহ্যবাহি ধর্মজ্যোতি বৌদ্ধ বিহারের উৎসর্গ ও সীমাঘরে ২(দুই) দিন ব্যাপী উক্ত অনুষ্ঠানের দ্বিতীয় দিনের শুক্রবারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ শফিউল্লাহ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঘুমধুম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ, নাইক্ষ্যংছড়ি মুক্তিযোদ্ধা কমান্ডার রাজা মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক চুচুমং মার্মা, ঘুমধুম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় আয়োজক কমিটির সদস্য বাবুল তংচঙ্গা, ঘুমধুম ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য বদিউল আলম প্রমূখ। উক্ত অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন স্থান হতে বৌদ্ধ ধর্মাবলম্বী প্রায় দুই হাজার বিভিন্ন সম্প্রদায়ের উপজাতি আগমন করেন বলে জানা যায়। শুক্রবার রাতে একটি ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে (দুই) দিন ব্যাপী অনুষ্ঠানের শেষ হবে বলে জানা যায়।